মান্না অভিনীত চলচ্চিত্রের তালিকা

সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার (মঞ্চ নাম মান্না নামেই অধিক পরিচিত; জন্ম: ১৪ এপ্রিল ১৯৬৪ - মৃত্যু: ১৭ ফেব্রুয়ারি ২০০৮) ছিলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতাপ্রযোজক[১] ম্যানলি হিরো খ্যাত সুপারস্টার মান্না চব্বিশ বছরের কর্মজীবনে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাকে ঢালিউড সোনালী প্রজন্মের সর্বশেষ মহানায়ক[২], মেগাস্টার[৩] বলা হয়। ঢালিউড সিনেমায় দীর্ঘ সময় জনপ্রিয়তার শীর্ষ অবস্থান ধরে রাখা নায়ক রাজ-রাজ্জাকের পর ঢালিউড যুবরাজ মান্নার অবস্থান।[৪] তার অভিনীত আম্মাজান চলচ্চিত্রটি বাংলাদেশের সর্বোচ্চ ব্যবসাসফল ও জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম। তিনি বীর সৈনিক চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং আম্মাজান চলচ্চিত্রের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার অর্জন করেন[৫][৬]

তিনি আটবার মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং তিনবার এই পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি বেশ কয়েকবার বাচসাস পুরস্কার লাভ করেন। তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল ত্রাস, দাঙ্গা, কাসেম মালার প্রেম, লুটতরাজ, তেজী, আম্মাজান, শান্ত কেন মাস্তান, কষ্ট, বর্তমান, আব্বাজান, স্বামী স্ত্রীর যুদ্ধ, বীর সৈনিক, সিটি টেরর, মিনিস্টার, দুই বধু এক স্বামী, পিতা মাতার আমানত, অবুঝ শিশু, সাজঘর, উত্তরের খেপ, মায়ের মর্যাদাকাবুলিওয়ালা ইত্যাদি।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এর অভ্যান্তরের ডিজিটাল প্রযুক্তিতে ভিডিও এডিটিং, কালার গ্রেডিং এবং ডাবিং স্টুডিওকে তার নামে মান্না ডিজিটাল কমপ্লেক্স নামকরণ করা হয়েছে[৭]

চলচ্চিত্রের তালিকা সম্পাদনা

মুক্তির
বছর
চলচ্চিত্র চরিত্র পরিচালক মুক্তির তারিখ মন্তব্য সূত্র
১৯৮৫ পাগলী কাজী হায়াৎ ০৯.০৮.১৯৮৫ মান্না অভিনীত প্রথম চলচ্চিত্র [৮]
১৯৮৬ ফুলশয্যা সুভাষ দত্ত ০৭.০৩.১৯৮৬
জারকা আবুল খায়ের বুলবুল ১০.০৬.১৯৮৬ ঈদুল ফিতর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র [৯]
তওবা আজহারুল ইসলাম খান ১০.০৬.১৯৮৬ ঈদুল ফিতর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র [৮]
নিষ্পাপ আলমগীর ১৬.০৮.১৯৮৬ ঈদুল আজহা মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র [৮]
আজ তোমার কাল আমার এম. এ. জব্বার ২৮.১১.১৯৮৬
১৯৮৮ অমর দেলোয়ার জাহান ঝন্টু ১৮.০৫.১৯৮৮ ঈদুল ফিতর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
টাকা পয়সা মোতালেব হোসেন ২৫.০৭.১৯৮৮ ঈদুল আজহা মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
যন্ত্রনা কাজী হায়াৎ ৩০.১২.১৯৮৮ মান্না অভিনীত সাদাকালো চলচ্চিত্র
১৯৮৯ ঘর বাড়ি দেলোয়ার জাহান ঝন্টু ০৩.১১.১৯৮৯
১৯৯০ শিমুল পারুল দেলোয়ার জাহান ঝন্টু ০৫.০১.১৯৯০
জাদরেল বউ দেলোয়ার জাহান ঝন্টু ২৬.০১.১৯৯০
অগ্নিপুরুষ রায়হান মুজিব ০২.০২.১৯৯০
ছোট বউ জয়নুদ্দিন আহমেদ ০৯.০২.১৯৯০
পালকি দেলোয়ার জাহান ঝন্টু ২৫.০৫.১৯৯০ [৮]
গরীবের বউ কামাল আহমেদ ০১.০৬.১৯৯০ [১০]
দুঃখিনী মা দেলোয়ার জাহান ঝন্টু ১৭.০৮.১৯৯০ [৮]
মণিকাঞ্চন স্বপন চৌধুরী ০৭.০৯.১৯৯০
১৯৯১ বাদশা ভাই দারাশিকো ০৮.০২.১৯৯১ [৮]
স্ত্রীর স্বপ্ন দেলোয়ার জাহান ঝন্টু ১৫.০২.১৯৯১
কাসেম মালার প্রেম কাসেম মোস্তফা আনোয়ার ১০.০৫.১৯৯১ একক নায়ক হিসেবে প্রথম চলচ্চিত্র [৮]
অগ্নি তুফান মান্না এম. এম. সরকার ০৬.০৯.১৯৯১
বাপ বেটা ৪২০ আজিজুর রহমান ১৩.১২.১৯৯১
১৯৯২ দাঙ্গা ওসি রাজু কাজী হায়াৎ ২৪.০১.১৯৯২ [৮]
রূপসী নাগিন দেলোয়ার জাহান ঝন্টু ০৫.০৪.১৯৯২ ঈদুল ফিতর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
ক্ষমা মালেক আফসারী ০৫.০৪.১৯৯২ ঈদুল ফিতর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
নাগিনী সাপিনী মোস্তফা আনোয়ার ০১.০৫.১৯৯২
প্রেমের মরা জ্বলে ডোবে না মতিউর রহমান বাদল ২৬.০৬.১৯৯২
গরীবের বন্ধু দেলোয়ার জাহান ঝন্টু ১৭.০৭.১৯৯২ [৮]
আমার জান আফতাব খান টুলু ২৮.০৮.১৯৯২
আলো আমার আলো হাসান এম. এম. সরকার ০৪.০৯.১৯৯২
শাদী মোবারক অশোক ঘোষ ০৯.১০.১৯৯২
গরম হাওয়া বুলবুল আহমেদ ০৬.১১.১৯৯২
কোবরা ই আর খান ২০.১১.১৯৯২
ত্রাস কাজী হায়াৎ ১৮.১২.১৯৯২ [৮]
১৯৯৩ ভাইয়ের আদর দেলোয়ার জাহান ঝন্টু ০৮.০১.১৯৯৩
অন্ধ প্রেম হাসান মোস্তফা আনোয়ার ২২.০১.১৯৯৩
রূপের রানী গানের রাজা দেলোয়ার জাহান ঝন্টু ২৯.০১.১৯৯৩
অবুঝ সন্তান হাসান কামাল আহমেদ ২৫.০৩.১৯৯৩ ঈদুল ফিতর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র [১১]
প্রেম দিওয়ানা মনতাজুর রহমান আকবর ২৩.০৪.১৯৯৩
সত্যবাদী দেলোয়ার জাহান ঝন্টু ০৭.০৫.১৯৯৩
সাক্ষাত সাইফুল আজম কাসেম ০২.০৬.১৯৯৩ ঈদুল আজহা মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
গহর বাদশা বানেছা পরী জীবন রহমান ১৬.০৭.১৯৯৩
১৯৯৪ সিপাহী রাজু কাজী হায়াৎ ১৪.০১.১৯৯৪
ডিস্কো ড্যান্সার মনতাজুর রহমান আকবর ১৪.০৩.১৯৯৪ ঈদুল ফিতর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
জীবন দিয়ে ভালোবাসি শাহ আলম কিরণ ০৮.০৭.১৯৯৪
দেশপ্রেমিক কাজী হায়াৎ ১৯.০৮.১৯৯৪
মহা ভূমিকম্প সুভাষ সোম ১৮.১১.১৯৯৪
ডিস্কো বাঈদানী জিল্লুর রহমান ২৩.১২.১৯৯৪
১৯৯৫ বাবার আদেশ মনতাজুর রহমান আকবর ২০.০১.১৯৯৫ মান্না অভিনীত ৫০তম চলচ্চিত্র
আন্দোলন দুখাই নাদিম মাহমুদ ০৭.০৪.১৯৯৫
শেষ খেলা নূর হোসেন বলাই ১৪.০৪.১৯৯৫ [১২]
শেষ সংগ্রাম গাজী জাহাঙ্গীর ২৮.০৪.১৯৯৫
ওরা তিনজন নূর হোসেন বলাই ১৬.০৬.১৯৯৫
বিশাল আক্রমণ এফ আই মানিক ৩০.০৬.১৯৯৫
দুশমনি মোহাম্মদ মোতাহার ০৭.০৭.১৯৯৫
রাজপথের রাজা রাজা নাদিম মাহমুদ ০৬.১০.১৯৯৫
সাক্ষী প্রমাণ বেলাল আহমেদ ২৭.১০.১৯৯৫ [১৩]
১৯৯৬ রুটি নাদিম মাহমুদ ০৫.০৪.১৯৯৬
খলনায়ক মনতাজুর রহমান আকবর ১৪.০৬.১৯৯৬
আজকের সন্ত্রাসী জীবন রহমান ২১.০৬.১৯৯৬
বশিরা বশিরা মনতাজুর রহমান আকবর ২৮.০৬.১৯৯৬ [১৪]
চিরঋণী মোস্তাফিজুর রহমান বাবু ২৮.০৬.১৯৯৬
জানের বাজি আওকাত হোসেন ০৫.০৭.১৯৯৬
অতিক্রম রনি আলমগীর কুমকুম ২০.০৯.১৯৯৬
১৯৯৭ জনতার বাদশা বাদশা নাদিম মাহমুদ ০৯.০২.১৯৯৭ ঈদুল ফিতর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
কলিজার টুকরা নূর হোসেন বলাই ০৭.০৩.১৯৯৭
প্রেমের স্মৃতি জুলহাস চৌধুরী পলাশ ০৪.০৪.১৯৯৭
গুন্ডা পুলিশ শওকত জামিল ১৮.০৪.১৯৯৭ ঈদুল আজহা মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
মহা সম্মেলন নাদিম মাহমুদ ৩০.০৫.১৯৯৭
ক্ষুধার জ্বালা এনায়েত করিম ১৩.০৬.১৯৯৭
আম্মা গাজী মাজহারুল আনোয়ার ১১.০৭.১৯৯৭
দেশদ্রোহী রবি কাজী হায়াৎ ২৯.০৮.১৯৯৭
ফাঁসি মোস্তফা আনোয়ার ২৯.০৮.১৯৯৭
ক্রিমিনাল বেলাল আহমেদ ২৪.১০.১৯৯৭ [১৫]
লুটতরাজ মান্না কাজী হায়াৎ ০৭.১১.১৯৯৭ মান্না প্রযোজিত প্রথম চলচ্চিত্র
কান্দ কেন মন মোস্তফা আনোয়ার ১৪.১১.১৯৯৭
মানুষ এ জে রানা ২৮.১১.১৯৯৭
হাতিয়ার আজিজ আহমেদ বাবুল ০৫.১২.১৯৯৭
১৯৯৮ দেশের মাটি এনায়েত করিম ১৩.০২.১৯৯৮
মায়ের কসম মোস্তফা আনোয়ার ২০.০২.১৯৯৮
মাতৃভূমি নাদিম মাহমুদ ১৩.০৩.১৯৯৮
সত্যের সংগ্রাম জিল্লুর রহমান ২৭.০৩.১৯৯৮
যেমন কর্ম তেমন ফল আবুল হোসেন খোকন ০৮.০৪.১৯৯৮ ঈদুল আজহা মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
মুক্তি চাই মোহাম্মদ হোসেন ২৯.০৫.১৯৯৮
তেজী কাজী হায়াৎ ০৫.০৬.১৯৯৮
মৃত্যুদাতা এস আলম সাকী ১২.০৬.১৯৯৮
ভাই আজহারুল ইসলাম খান ১৭.০৭.১৯৯৮
শান্ত কেন মাস্তান শান্ত মনতাজুর রহমান আকবর ৩১.০৭.১৯৯৮
শেষ প্রতিক্ষা মোখলেছুর রহমান গোলাপ ০৭.০৮.১৯৯৮
অন্ধ আইন রাজু এস এম বাবুল ০৪.০৯.১৯৯৮
দেশ দরদী শরিফউদ্দিন খান দিপু ০৪.০৯.১৯৯৮
রাজা বাংলাদেশী রাজা দেলোয়ার জাহান ঝন্টু ১৬.১০.১৯৯৮
এতিম রাজা রাজা নাদিম মাহমুদ ১১.১২.১৯৯৮
১৯৯৯ কে আমার বাবা মনতাজুর রহমান আকবর ১৯.০১.১৯৯৯ ঈদুল ফিতর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
মোস্তফা ভাই মোস্তফা ইস্পাহানী-আরিফ জাহান ১৯.০১.১৯৯৯ ঈদুল ফিতর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
ভন্ড বাবা উত্তম আকাশ ২৯.০৩.১৯৯৯ ঈদুল আজহা
গণধোলাই রবিন নাদিম মাহমুদ ২৯.০৩.১৯৯৯ ঈদুল আজহা
গরীব কেন কাঁদে নাদিম মাহমুদ ১৬.০৪.১৯৯৯
দুশমন দুনিয়া শফিকুল ইসলাম ১১.০৬.১৯৯৯ মান্না অভিনীত ১০০তম চলচ্চিত্র
খবর আছে রায়হান মুজিবআজিজ আহমেদ বাবুল ১১.০৬.১৯৯৯
আম্মাজান বাদশা কাজী হায়াৎ ২৫.০৬.১৯৯৯ বছরের অন্যতম সেরা ব্যবসা সফল চলচ্চিত্র
টোকাই রংবাজ নাদিম মাহমুদ ২৩.০৭.১৯৯৯
রাজা রাজা মালেক আফসারী ১৩.০৮.১৯৯৯ দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন
শক্তের ভক্ত নূর হোসেন বলাই ২০.০৮.১৯৯৯
লাল বাদশা বাদশা মালেক আফসারী ২৭.০৮.১৯৯৯ মান্না প্রযোজিত চলচ্চিত্র
লাঠি রাজু মনতাজুর রহমান আকবর ১০.০৯.১৯৯৯ [১৬]
চক্রান্তের শিকার এম এ মালেক ০৮.১০.১৯৯৯
মরণ কামড় মালেক আফসারী ১৫.১০.১৯৯৯
ধর অপূর্ব কাজী হায়াৎ ০৫.১১.১৯৯৯
পারলে ঠেকাও বাবুল রেজা ২৬.১১.১৯৯৯
২০০০ রাজা নাম্বার ওয়ান রাজা শরিফ উদ্দিন খান দিপু ০৯.০১.২০০০ ঈদুল ফিতর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
চিটার নাম্বার ওয়ান সিদ্দিক জামাল নান্টু ০৯.০১.২০০০ ঈদুল ফিতর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
গুন্ডা নাম্বার ওয়ান মনতাজুর রহমান আকবর ০৯.০১.২০০০ ঈদুল ফিতর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
রাজু মাস্তান রাজু আবুল খায়ের বুলবুল ১১.০২.২০০০
তেজী সন্তান বড় ভাই রায়হান মুজিব ২৫.০২.২০০০
নাজায়েজ এস আলম সাকী ০৩.০৩.২০০০
কষ্ট কাজী হায়াৎ ১৭.০৩.২০০০ ঈদুল আজহা
হৃদয় নিয়ে যুদ্ধ মোস্তফা আনোয়ার ১৪.০৪.২০০০
ঝড় কাজী হায়াৎ ২৮.০৪.২০০০
বাবা মাস্তান জিল্লুর রহমান ১২.০৫.২০০০
কালা কাফন শরিফউদ্দিন খান দিপু ০৯.০৬.২০০০
বর্তমান কবির কাজী হায়াৎ ২২.০৯.২০০০
আমার প্রতিজ্ঞা সোহানুর রহমান সোহান ০৬.১০.২০০০
জুম্মন কসাই জুম্মন উত্তম আকাশ ২৭.১০.২০০০
কিলার সোহানুর রহমান সোহান ২৮.১২.২০০০ ঈদুল ফিতর
কুখ্যাত খুনি নজরুল মনতাজুর রহমান আকবর ২৮.১২.২০০০ ঈদুল ফিতর
২০০১ আব্বাজান আকবর কাজী হায়াৎ ০৭.০৩.২০০১ ঈদুল আজহা মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র এবং
মান্না প্রযোজিত চলচ্চিত্র
পাঞ্জা কাজী হায়াৎ ০৭.০৩.২০০১ ঈদুল আজহা মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
টপ টেরর আবিদ হাসান বাদল ০৭.০৩.২০০১ ঈদুল আজহা মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
ভেজা বিড়াল শহীদুল ইসলাম খোকন ১৮.০৫.২০০১
জন্মশত্রু আবিদ হাসান বাদল ১৫.০৬.২০০১
তান্ডবলীলা কাজী হায়াৎ ২২.০৬.২০০১
বিদ্রোহী মাস্তান ওস্তাদ জাহাঙ্গীর আলম ২৭.০৭.২০০১
গণদুশমন ইকবাল/বাদশা মনোয়ার হোসেন ডিপজল ০৩.০৮.২০০১
রংবাজ বাদশা বাদশা মনতাজুর রহমান আকবর ২৪.০৮.২০০১
মহাসংগ্ৰাম জীবন রহমান ১৪.০৯.২০০১
ঈমানদার মাস্তান জিল্লুর রহমান ২১.০৯.২০০১
সুলতান সুলতান/রাজা এফ আই মানিক ১২.১০.২০০১
দানব বদিউল আলম খোকন ১৭.১২.২০০১ ঈদুল ফিতর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
ঢাকাইয়া মাস্তান মনতাজুর রহমান আকবর ১৭.১২.২০০১ ঈদুল ফিতর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
২০০২ শেষ বংশধর শাহ আলম কিরণ ১৮.০১.২০০২ বাংলাদেশ ভারত যৌথ প্রযোজিত চলচ্চিত্র
কলকাতায় 'বংশধর' নামে ছবিটি মুক্তি পায়
ভয়ানক সংঘর্ষ নয়ন মনতাজুর রহমান আকবর ২৩.০২.২০০২ ঈদুল আজহা মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
মেজর সাহেব মনতাজুর রহমান আকবর ২৩.০২.২০০২ ঈদুল আজহা মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
নায়ক রাজু/বোমা মানিক ইস্পাহানী আরিফ জাহান ২৩.০২.২০০২ ঈদুল আজহা মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
অশান্ত আগুন আগুন মোস্তাফিজুর রহমান বাবু ১৫.০৩.২০০২
শেষ যুদ্ধ জয়/হাক্কা ছটকু আহমেদ ২৯.০৩.২০০২ বাংলাদেশ ভারত যৌথ প্রযোজিত চলচ্চিত্র
কলকাতায় 'এরই নাম ভালোবাসা' নামে ছবিটি মুক্তি পায়
দ্বৈত চরিত্রে অভিনয় করেন
স্বামী স্ত্রীর যুদ্ধ এফ আই মানিক ০৫.০৪.২০০২ মান্না প্রযোজিত চলচ্চিত্র
সমাজকে বদলে দাও কাজী হায়াৎ ১৯.০৪.২০০২
ফায়ার মোহাম্মদ হোসেন ০৩.০৫.২০০২ মান্না অভিনীত ১৫০তম চলচ্চিত্র
আলিবাবা আলী আবিদ হাসান বাদল ২৪.০৫.২০০২
ক্ষত বিক্ষত মনোয়ার খোকন ৩১.০৫.২০০২
চরম অপমান মোহাম্মদ আসলাম ২৮.০৬.২০০২
আরমান আরমান মনতাজুর রহমান আকবর ২৮.০৬.২০০২
মাস্তানের উপর মাস্তান মনতাজুর রহমান আকবর ১৬.০৮.২০০২
ওরা ভয়ংকর শরিফউদ্দিন খান দিপু ১৩.০৯.২০০২
আবার একটি যুদ্ধ বাদল খন্দকার ১৮.১০.২০০২ দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন
বোমা হামলা মালেক আফসারী ০৬.১২.২০০২ ঈদুল ফিতর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
দ্বৈত চরিত্রে অভিনয় করেন
আঘাত পাল্টা আঘাত আজাদ মনতাজুর রহমান আকবর ০৬.১২.২০০২ ঈদুল ফিতর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
ধ্বংস বিশাল/বিজয় বদিউল আলম খোকন ০৬.১২.২০০২ ঈদুল ফিতর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
ভাইয়া এফ আই মানিক ০৬.১২.২০০২ ঈদুল ফিতর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন
২০০৩ সত্যের বিজয় সোহানুর রহমান সোহান ১২.০২.২০০৩ ঈদুল আজহা মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
বীর সৈনিক আলী/আব্দুল্লাহ দেলোয়ার জাহান ঝন্টু ১২.০২.২০০৩ ঈদুল আজহা মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় পুরস্কার
সত্য মিথ্যার লড়াই মনোয়ার খোকন ০৪.০৪.২০০৩
দুই বধূ এক স্বামী এফ আই মানিক ১১.০৪.২০০৩ মান্না প্রযোজিত চলচ্চিত্র
মিনিস্টার কাজী হায়াৎ ১৬.০৫.২০০৩
ভিলেন রাজু ইস্পাহানী আরিফ জাহান ০৬.০৬.২০০৩
বিগ বস মনতাজুর রহমান আকবর ০৪.০৭.২০০৩
কঠিন সীমার মনতাজুর রহমান আকবর ১৮.০৭.২০০৩
বাদশা কেন চাকর বাদশা আরমান ১৫.০৮.২০০৩
টপ সম্রাট সম্রাট মনতাজুর রহমান আকবর ১৯.০৯.২০০৩
বাবা এফ আই মানিক ০৩.১০.২০০৩
বাস্তব দুরন্ত বদিউল আলম খোকন ২৬.১১.২০০৩ ঈদুল ফিতর
রুস্তম রুস্তম বদিউল আলম খোকন ২৬.১১.২০০৩ ঈদুল ফিতর
২০০৪ বাপ বেটার লড়াই এফ আই মানিক ০২.০২.২০০৪ ঈদুল আজহা মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
আব্বাস দারোয়ান আব্বাস উত্তম আকাশ ২০.০২.২০০৪
কঠিন পুরুষ শান্ত শাহাদাৎ হোসেন লিটন ০৫.০৩.২০০৪
জীবন এক সংঘর্ষ বিপ্লব মহম্মদ হান্‌নান ২৬.০৩.২০০৪
ভাইয়ের শত্রু ভাই মনতাজুর রহমান আকবর ০২.০৪.২০০৪
রাজধানী আসলাম মোহাম্মদ হোসেন জেমী ১৪.০৫.২০০৪
উত্তরের খেপ শাহজাহান চৌধুরী ০৪.০৬.২০০৪
বিদ্রোহী সালাউদ্দিন সালাউদ্দিন এফ আই মানিক ১৮.০৬.২০০৪
বাঘের বাচ্চা এম. এম. সরকার ০৯.০৭.২০০৪
তেজী পুরুষ বিপ্লব পি. এ. কাজল ২৩.০৭.২০০৪
স্বামী ছিনতাই সোহানুর রহমান সোহান ১৫.১১.২০০৪ ঈদুল ফিতর
মান্না ভাই মান্না এফ আই মানিক ১৫.১১.২০০৪ ঈদুল ফিতর
আমাদের সন্তান ইস্পাহানী আরিফ জাহান ১৫.১১.২০০৪ ঈদুল ফিতর
বাঁচাও দেশ পি. এ. কাজল ৩১.১২.২০০৪
২০০৫ গাদ্দারী আনন্দ সাফি-ইকবাল ২২.০১.২০০৫ ঈদুল আজহা মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
জিদ্দি ড্রাইভার উত্তম আকাশ ২২.০১.২০০৫ ঈদুল আজহা মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
সিটি টেরর শান্ত এম. এ. রহিম ২৯.০৭.২০০৫
এক রোখা পি. এ. কাজল ০২.০৯.২০০৫
আমি জেল থেকে বলছি ওমর ফারুক মালেক আফসারী ০৪.১১.২০০৫ ঈদুল ফিতর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
মান্না প্রযোজিত চলচ্চিত্র
সন্ত্রাসী মুন্না মুন্না ইস্পাহানী আরিফ জাহান ০৪.১১.২০০৫ ঈদুল ফিতর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
জোড়া খুন পি. এ. কাজল ০৪.১১.২০০৫ ঈদুল ফিতর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
প্রতিবাদী মাস্টার ছটকু আহমেদ ০৯.১২.২০০৫
২০০৬ এ দেশ কার? ওয়াজেদ আলী বাবুল ১১.০১.২০০৬ ঈদুল আজহা মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
মায়ের মর্যাদা দিলীপ বিশ্বাস ১১.০১.২০০৬ ঈদুল আজহা মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
রণাঙ্গন এফ আই মানিক ৩১.০৩.২০০৬ বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় নির্মিত
জীবনের গল্প গাজী মাজহারুল আনোয়ার ১২.০৫.২০০৬ মান্না অভিনীত ২০০তম চলচ্চিত্র
আমি একাই একশো ওসি রাজু পি. এ. কাজল ২৬.০৫.২০০৬
গরীবের দাদা শাহাদাৎ হোসেন লিটন ০২.০৬.২০০৬
দাফন জাহাঙ্গীর ১৬.০৬.২০০৬ দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন
দাপট নসিব মোতালেব হোসেন ২১.০৭.২০০৬
কাবুলিওয়ালা কাবুলিওয়ালা কাজী হায়াৎ ০৪.০৮.২০০৬
ঠান্ডা মাথার খুনী আন্দার শাহাদাৎ হোসেন লিটন ১১.০৮.২০০৬ নায়ক ও খল চরিত্রে অভিনয় করেছেন
টোকাইয়ের হাতে অস্ত্র কেন? মহারাজ তালুকদার ০১.০৯.২০০৬
নেতা মুন্না শাহীন-সুমন ০৮.০৯.২০০৬
বাংলার হিরো আগুন আহমেদ নাসির ২৫.১০.২০০৬ ঈদুল ফিতর
মাথা নষ্ট রাজু/ন্যাড়া মাস্তান সাফি-ইকবাল ২৫.১০.২০০৬ ঈদুল ফিতর
২০০৭ রিকশাওয়ালার প্রেম রকিবুল আলম রকিব ০১.০১.২০০৭ ঈদুল আজহা মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
মুসা ভাই মুসা/মুসা ভাই এম বি মানিক ০১.০১.২০০৭ ঈদুল আজহা মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
ধোঁকা জাহিদ জোবায়ের/আবুল শাহীন-সুমন ০১.০১.২০০৭ ঈদুল আজহা মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
তামিল গজনী ছবির পুনর্নির্মাণ
সাজঘর শাহ আলম কিরণ ১৩.০৪.২০০৭
যমদূত পি. এ. কাজল ০১.০৬.২০০৭
ক্ষমতার গরম পি. এ. কাজল ১৩.০৭.২০০৭
মনের সাথে যুদ্ধ রাজু আহমেদ নাসির ১৪.১০.২০০৭ ঈদুল ফিতর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
মান্না প্রযোজিত চলচ্চিত্র
মায়ের বদলা গালিব কাজী আলমগীর ০২.১১.২০০৭
বাবার কসম বিপ্লব বদিউল আলম খোকন ০৯.১১.২০০৭
এই যে দুনিয়া! গাজী মাজহারুল আনোয়ার ১৬.১১.২০০৭
মেশিনম্যান সাফি-ইকবাল ২১.১২.২০০৭ ঈদুল আজহা মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
উল্টা পাল্টা ৬৯ বিজয়, দুর্জয় মালেক আফসারী ২১.১২.২০০৭ ঈদুল আজহা ঈদুল আজহা মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন
শত্রু শত্রু খেলা জয়নাল আবেদীন ২১.১২.২০০৭ ঈদুল আজহা মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
২০০৮ অবুঝ শিশু শফিকুল ইসলাম ভৈরবী ২২.০২.২০০৮
শ্রেষ্ঠ সন্তান হিরোসিমা/বাদশা রকিবুল আলম রকিব ২৯.০২.২০০৮
মা বাবার স্বপ্ন রেজা লতিফ ১৪.০৩.২০০৮
ভালোবাসার দুশমন ওয়াকিল আহমেদ ০৪.০৪.২০০৮
বাবার জন্য যুদ্ধ বাবুয়া মনতাজুর রহমান আকবর ০৯.০৫.২০০৮
দুই দিনের দুনিয়া বজলুর রাশেদ চৌধুরী ২৩.০৫.২০০৮
আসলাম ভাই আসলাম ইস্পাহানী আরিফ জাহান ২৫.০৭.২০০৮ দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন
বড়লোকের জামাই পি এ কাজল ০২.১০.২০০৮ ঈদুল ফিতর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
চাকরের প্রেম রকিবুল আলম রকিব ০৭.১১.২০০৮
পাওয়ার মনোয়ার খোকন ২১.১১.২০০৮ মান্না অভিনীত অসমাপ্ত চলচ্চিত্র
পিতা মাতার আমানত এফ আই মানিক ০৯.১২.২০০৮ ঈদুল আজহা মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র এবং
মান্না প্রযোজিত শেষ চলচ্চিত্র
২০০৯ জগৎ সংসার রায়হান মুজিব ০২.০১.২০০৯
জীবন নিয়ে যুদ্ধ নিরঞ্জন বিশ্বাস ৩০.০১.২০০৯
হৃদয় থেকে পাওয়া মোহাম্মদ হোসেন জেমী ০৬.০৩.২০০৯
২০১০ দরিয়া পাড়ের দৌলতি আব্দুল্লাহ আল মামুন ২৯.০১.২০১০
মোঘল-এ-আযম সেলিম মিজানুর রহমান খান দিপু ১৫.১০.২০১০
২০১১ নষ্ট জীবন রাজ রকিবুল আলম রকিব ০৪.০২.২০১১
২০২২ জীবন যন্ত্রণা জাহিদ হোসেন, খোরশেদ আলম খসরু মুক্তির অপেক্ষাধীন সর্বশেষ চলচ্চিত্র [১৭]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "মান্না"। ৬ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৩ 
  2. প্রতিবেদক, নিজস্ব। "আজ চলচ্চিত্রের মহানায়ক মান্নার ৮ম মৃত্যুবার্ষিকী"DailyInqilabOnline 
  3. "ঢাকাই সিনেমার মেগাস্টার মান্নার জন্মদিন আজ"jagonews24.com। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২০ 
  4. "ঢালিউড সিনেমায় দীর্ঘ সময় শীর্ষ জনপ্রিয় নায়ক রাজ রাজ্জাকের পর সুপাস্টার মান্না"somoynews.tv। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২০ 
  5. "মান্না"বাংলা মুভি ডেটাবেজ। ২৪ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৭ 
  6. "Manna"। সংগ্রহের তারিখ ২০১৭-১২-১৮ 
  7. "ফিরে এলো নায়ক মান্না"NTV Online। ২০১৫-০৪-১৫। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১০ 
  8. "টাঙ্গাইলের আসলাম থেকে মান্না"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০ 
  9. "আজকের ছবি"www.prothom-alo.com। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  10. "Goriber Bou"। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২০ 
  11. "আজকের চলচ্চিত্র"archive.prothom-alo.com। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  12. "Shesh Khela"। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২০ 
  13. "টিভিতে চলচ্চিত্র"samakal.com। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২০ 
  14. "বশিরা"বাংলা মুভি ডেটাবেজ। ১৫ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২০ 
  15. "চলচ্চিত্র | কালের কণ্ঠ"Kalerkantho। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২০ 
  16. "চলচ্চিত্র | কালের কণ্ঠ"Kalerkantho। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১২ 
  17. প্রতিবেদক, বিনোদন। "মৃত্যুর ১৩ বছর পর কেন মুক্তি পাচ্ছে মান্নার শেষ ছবি"Prothomalo 

বহিঃসংযোগ সম্পাদনা