মান্নার উপসাগর (সিংহলি: මන්නාරම් බොක්ක,তামিল: மன்னார் வளைகுடா,ইংরেজি: Gulf of Mannar) ভারত মহাসাগরের একটি অংশ। এটি ভারত ও শ্রীলঙ্কার মধ্যখানে পূর্ব-পশ্চিমে প্রসারিত। এর প্রস্থ ১৬০ থেকে ২০০ কিলোমিটার। এই উপসাগরে ভারত থেকে তামব্রাপামি নদী এবং শ্রীলঙ্কা থেকে আরুভি আরু নদী এসে পড়েছে।

মান্নার উপসাগর
অবস্থানতামিল নাড়ু
স্থানাঙ্ক৮°২৮′ উত্তর ৭৯°০১′ পূর্ব / ৮.৪৭° উত্তর ৭৯.০২° পূর্ব / 8.47; 79.02
অববাহিকার দেশসমূহভারত, শ্রীলঙ্কা
সর্বাধিক দৈর্ঘ্য১৬০ কিমি (৯৯ মা)
সর্বাধিক প্রস্থ১৩০–২৭৫ কিমি (৮১–১৭১ মা)
পৃষ্ঠতল অঞ্চল১০,৫০০ কিমি (৪,১০০ মা)
গড় গভীরতা১,৩৩৫ মি (৪,৩৮০ ফু)
তথ্যসূত্র[১][২]
মান্নার উপসাগরে মুক্তা মাছ ধরা

তথ্যসূত্র সম্পাদনা

  1. সাক্রেটিস, জে.; কার্থিগারানি, আর. (২০০৮)। Environment impact assessment। এপিএইচ পাবলিশিং। পৃষ্ঠা ১০। আইএসবিএন 81-313-0407-8 
  2. Gulf of Mannar ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ মে ২০১১ তারিখে, গ্রেট সোভিয়েত বিশ্বকোষ (রুশ ভাষায়)