মানবী বন্দ্যোপাধ্যায়

মানবী বন্দ্যোপাধ্যায় একজন অধ্যক্ষ। তিনি ভারতের প্রথম রূপান্তরকামী অধ্যক্ষ।[১] তিনি বাংলায় পিএইচডি করেন এবং বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয়ের বাংলার সহযোগী অধ্যক্ষ ছিলেন। ২০১৫ খ্রিস্টাব্দের ৭ জুন তিনি কৃষ্ণনগর ওমেন্স কলেজের  প্রধান অধ্যক্ষ নিযুক্ত হন।[২] তিনি পশ্চিমবঙ্গের ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের ভাইস চেয়ারপার্সনও হন। তিনি সারদা দেবীর ভক্ত এবং স্বামী আত্মস্থানন্দ মহারাজের অনুপ্রেরণায় আধ্যাত্মিক চেতনায় মনোনিবেশ করেন। ২০১৯ খ্রিস্টাব্দে তিনি রাজস্বী দে পরিচালিত পূর্ব পশ্চিম দক্ষিণ চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অভিনয় করেন; এটাই ছিল তাঁর প্রথম চলচ্চিত্র।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. এবেলা.ইন, সম্বিত পাল। "'বিক্ষত শরীর ও মন নিয়ে আর পারছি না': বিস্ফোরক প্রথম রূপান্তরিত কলেজ অধ্যক্ষ মানবী"ebela.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১০ 
  2. সংবাদদাতা, নিজস্ব। "মানবীকে সরাতে কর্মবিরতি কৃষ্ণনগর উইমেন্স কলেজে"anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১০ 
  3. "Rajorshi Dey's 'Purba Paschim Dakkhin' to hit the floors from tomorrow - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১০