মানফ্রেড ভুটিশ

জার্মান ফুটবলার

মানফ্রেড ভুটিশ (জার্মান: Manfred Wuttich; ২৬ জানুয়ারি ১৯৪১ – ৩১ জুলাই ২০১৮) হলেন একজন জার্মান পেশাদার ফুটবল খেলোয়াড়[১][২] তিনি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় আইন্ট্রাখট ব্রাউনশভাইগের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছেন।

মানফ্রেড ভুটিশ
ব্যক্তিগত তথ্য
জন্ম (১৯৪১-০১-২৬)২৬ জানুয়ারি ১৯৪১
জন্ম স্থান জার্মানি
মৃত্যু ৩১ জুলাই ২০১৮(2018-07-31) (বয়স ৭৭)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৬২–১৯৬৫ আইন্ট্রাখট ব্রাউনশভাইগ ৫১ (২৬)
১৯৬৫–১৯৬৮ ভিএফএল ভলফসবুর্গ
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

১৯৬২–৬৩ মৌসুমে, আইন্ট্রাখট ব্রাউনশভাইগের হয়ে খেলার মাধ্যমে ভুটিশ তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেন। আইন্ট্রাখট ব্রাউনশভাইগের হয়ে ৩ মৌসুমে ২৬টি গোল করার পর, তিনি ভিএফএল ভলফসবুর্গে যোগদান করেন, যেখানে তিনি ৩ মৌসুম অতিবাহিত করার পর অবসর গ্রহণ করেছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Manfred Wuttich" (German ভাষায়)। kicker.de। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১২ 
  2. "Manfred Wuttich"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা