মাদুরা প্রণালী হল দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি প্রণালী।এই প্রণালীটি ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ ও মাদুরা দ্বীপ-এর মাঝে অবস্থিত।এই প্রণালীটি দ্বীপ দুটিকে পৃথক করেছে। প্রণালীটি পূর্ব জাভা রাজ্যে অবস্থিত।. ওই প্রণালীর মাঝে অবস্থিত দ্বীপ গুলি হল- কাম্বিং, গিলিরাজা, গেনটেং, এবং কেটাপাং

মুদুরা প্রণালীতে যাত্রীবাহি ফেরী বা খেয়া

সুরামাদু সেতু, হল ইন্দোনেশিয়ার দ্বীর্ঘতম সেতু।এই সেতু ভাজার সুরাবায়া শহর এবং মাদুরার বাংকালাং এলাকাকে যুক্ত করেছে।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Taufiq, Rohman (২০০৯-০৬-১০)। "Indonesia Launches First Inter-Island Bridge"Tempo। ২০১২-০২-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৭-২১