মাগুরা

বাংলাদেশের একটি শহর

মাগুরা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাগুরা জেলার নবগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি শহর। প্রশাসনিকভাবে শহরটি মাগুরা জেলা এবং মাগুরা সদর উপজেলার সদর। এটি খুলনা বিভাগের খুলনা, কুষ্টিয়া, যশোর পরে ৪র্থ বৃহত্তম শহর। এটি মাগুরা জেলার সবচেয়ে বড় এবং প্রধান শহর। শহরটির সবচেয়ে নিকটবর্তী আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ বিমানবন্দর যথাক্রমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং যশোর বিমানবন্দর। বিভাগীয় শহর খুলনা থেকে মাগুরা শহরের দূরত্ব ৭৭ কি.মি.।[২]

মাগুরা
শহর
মাগুরা বাংলাদেশ-এ অবস্থিত
মাগুরা
মাগুরা
বাংলাদেশে মাগুরা শহরের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°১০′১৭″ উত্তর ৮৯°৩০′৩৯″ পূর্ব / ২৩.১৭১৩৪৬° উত্তর ৮৯.৫১০৯৫০° পূর্ব / 23.171346; 89.510950
দেশ বাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলামাগুরা জেলা
উপজেলামাগুরা সদর উপজেলা
মহকুমা শহর১৮৪৫
পৌরশহর১৯৭২
জেলা শহর১লা মার্চ ১৯৮৪
সরকার
 • ধরনপৌরসভা
 • শাসকমাগুরা পৌরসভা
 • পৌরমেয়রমোঃ খুরশিদ হায়দার টুটুল [১]
আয়তন
 • মোট৪৪.৩৬ বর্গকিমি (১৭.১৩ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট১,১৪,০৫৪
 • জনঘনত্ব২,৬০০/বর্গকিমি (৬,৭০০/বর্গমাইল)
সময় অঞ্চলবাংলাদেশ সময় (ইউটিসি+৬)

জনসংখ্যা সম্পাদনা

মাগুরা শহরের মোট জনসংখ্যা ১,১৪,০৫৪ জন যার মধ্যে ৫৮,০৯৮ জন পুরুষ এবং ৫৬,৯৫৬ জন নারী। এ শহরের পুরুষ এবং নারী অনুপাত ১০২:১০০।

ভৌগোলিক উপাত্ত সম্পাদনা

শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৩°২৯′০৮″ উত্তর ৮৯°২৫′১১″ পূর্ব / ২৩.৪৮৫৪৬৫৫° উত্তর ৮৯.৪১৯৮৩০৫° পূর্ব / 23.4854655; 89.4198305[৩] সমুদ্র সমতল থেকে শহরটির গড় উচ্চতা ১২.১৯ মিটার[৪]

প্রশাসন সম্পাদনা

১৯৭২ সালে মাগুরা শহরের নাগরিকদের সেবা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করার উদ্দেশ্যে মাগুরা পৌরসভা নামক একটি স্থানীয় সরকার সংস্থা (পৌরসভা) গঠিত হয় যা ৯টি ওয়ার্ড এবং ৬১টি মহল্লায় বিভক্ত । ৪৪.৩৬ বর্গ কি.মি. আয়তনের মাগুরা শহর এলাকাটি মাগুরা পৌরসভা দ্বারা পরিচালিত হয়।[৫]

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

মাগুরা শহরের স্বাক্ষরতার হার হলো শতকরা ৬০ ভাগ। বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত শহরও এটি। মাগুরার সবচেয়ে পুরাতন শিক্ষাপ্রতিষ্ঠানের নাম মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়

উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "মাগুরা পৌরসভার মেয়র"। ২০১৯-১১-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০২ 
  2. "Distance from Magura to Khulna (Bangladesh)"। geodatos.net। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৬ 
  3. "Magura Latitude and Longitude"। distancesto.com। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৬ 
  4. "elevation for Magura, Bangladesh"। distancesto.com। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৬ 
  5. "এক নজরে পৌরসভা"। ২০১৯-০১-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৬