মাইজগাঁও ইউনিয়ন

সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

মাইজগাঁও ইউনিয়ন বাংলাদেশের সিলেট জেলার অন্তর্গত ফেঞ্চুগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন[১][২][৩]

মাইজগাঁও
ইউনিয়ন
২নং মাইজগাঁও ইউনিয়ন পরিষদ।
মাইজগাঁও সিলেট বিভাগ-এ অবস্থিত
মাইজগাঁও
মাইজগাঁও
মাইজগাঁও বাংলাদেশ-এ অবস্থিত
মাইজগাঁও
মাইজগাঁও
বাংলাদেশে মাইজগাঁও ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৪০′৫৩.০০০″ উত্তর ৯১°৫৬′১২.৯৯৮″ পূর্ব / ২৪.৬৮১৩৮৮৮৯° উত্তর ৯১.৯৩৬৯৪৩৮৯° পূর্ব / 24.68138889; 91.93694389 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগসিলেট বিভাগ
জেলাসিলেট জেলা
উপজেলাফেঞ্চুগঞ্জ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রতিষ্ঠা১৯৬০ সাল
সরকার
 • চেয়ারম্যানজুবেদ আহমদ চৌধুরী (শিপু)
আয়তন
 • মোট১,৭২০ হেক্টর (৪,২৫০ একর)
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী)
 • মোট২৯,৭৪১
 • জনঘনত্ব১,৭০০/বর্গকিমি (৪,৫০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬০.৮১%।
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৬০ ৯১ ৩৫ ৭১
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

অবস্থান সম্পাদনা

ফেঞ্চুগঞ্জ উপেজলার ৩ কিলোমিটার দক্ষিণে ফরিদপুর নয়াবাজার হইতে পূর্বে হাটুভাঙ্গা গ্রামে উপেজলা স্বাস্থ্য কেন্দ্র ও হাটুভাঙ্গা দারুস সুন্নাহ মাদ্রাসার পাশে অবস্থিত।

ইতিহাস সম্পাদনা

এই ইউনিয়নের কার্যক্রম ১৯৬০ ইংরেজি সন থেকে শুরু হয়। ইউনিয়নের প্রথম চেয়ারম্যান ছিলেন মোঃ সাজ্জাদুর রহমান চৌধুরী।

প্রশাসনিক এলাকা সম্পাদনা

আয়তন ও জনসংখ্যা সম্পাদনা

আয়তন- ৫০৮৭ একর। জনসংখ্যা- পুরুষ ১৫০৫৪ জন। মহিলা- ১৪১৭৮ জন।

শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

শিক্ষার হার- ৬০.৮১%।

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

নদী ও খাল সম্পাদনা

  • গাড়ুলীছড়া খাল

হাট-বাজার সম্পাদনা

  • কচুয়াবহর পাল বাড়ি বাজার
  • ফরিদপুর নয়াবাজার
  • সারকারখানা বাজার
  • মাইজগাঁও, বাজার একাংশ

দর্শনীয় স্থান সম্পাদনা

  • ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র
  • বারাকাতুল্লাহ ইলেকট্রো ডায়নামিক্স
  • শাহজালাল ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড
  • ন্যাচারেল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরী লিমিটিড

জনপ্রতিনিধি সম্পাদনা

বর্তমান চেয়ারম্যান- ছুফিয়ানুল করিম চৌধুরী

চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ মো: সজ্জাদ আলী চৌধুরী ১৯৬০ হতে ১৯৬৫
০২ দেলোয়ার হোসেন চৌধুরী ১৯৬৫ হতে১৯৭৪
০৩ মো : সজ্জাদ আলী চৌধুরী ১৯৭৪ হতে ১৯৭৭
০৪ মো: রসু মিয়া ১৯৭৭ হতে ১৯৮৪
০৫ মো: মুহিবুর রহমান ১৯৮৪ হতে১৯৮৮
০৬ মো: আজিজ-উস-সামাদ চৌধুরী ১৯৮৮ হতে১৯৯২
০৭ আব্দুল বাছিত চৌধুরী (ভারপ্রাপ্ত) ১৯৯২ হতে ১৯৯২
০৮ ছুফিয়ানুল করিম চৌধুরী ১৯৯২ হতে ১৯৯৮
০৯ মো: তজমুল আলী ১৯৯৮ হতে ১৯৯৯
১০ আকরাম হোসেন (ভারপ্রাপ্ত) ০২-০২-১৯৯৯ হতে ১২-০৬-১৯৯৯
১১ মো: ফয়জুল ইসলাম মানিক ১৩-০৬-১৯৯৯ হতে ০৯-০৪-২০০৩
১২ মো নুরুল ইসলাম(বাছিত) ১০-০৪-২০০৩ হতে ০৩-০৯-২০১৬
১৩ আকরাম হোসেন (ভারপ্রাপ্ত) ৪-০৯-২০১৬ হতে ১৫-১০-২০১৬
১৪ মো নুরুল ইসলাম (বাছিত) ১৬-১০-২০১৬ হতে ২০-০৫-২০১৮
১৫ ছুফিয়ানুল করিম চৌধুরী - বর্তমান

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Union Parishad List"স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯ 
  2. "এক নজরে ১নংফেঞ্চুগঞ্জইউনিয়নপরিষদ"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৩ জুলাই ২০১৯। ১৬ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৯ 
  3. "ফেঞ্চুগঞ্জ উপজেলা"বাংলাপিডিয়া। ২৪ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা