মহাবীর গাজী সালাউদ্দিন (টিভি ধারাবাহিক)

টেলিভিশন ধারাবাহিক

সালাহ আল-দিন আল আইয়ুবি বা বাংলায় ক্রুসেড বা মহাবীর গাজী সালাউদ্দিন (আরবি: صلاح الدين الأيوبي) হল হাতেম আলী পরিচালিত একটি ২০০১ সালের আরব ঐতিহাসিক টেলিভিশন ধারাবাহিক, যাতে হিজরি ষষ্ঠ শতকে মিশর ও ল্যাভান্টের নিকটবর্তী এলাকায় ক্রুসেডের ঘটনা সম্পর্কিত রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরা হয়েছে। ধারাবাহিকটিতে সালাহ উদ্দিন আয়ুবির জীবনী তুলে ধরা হয়েছে, যিনি হাত্তিনের যুদ্ধের দ্বারা বিনা রক্তপাতে জেরুজালেম দখল করেন। ত্রিশ পর্বের এই ধারাবাহিকটি সালাদিনের জন্ম হতে শুরু করে ঐতিহাসিক ক্রমধারায় সকল ঘটনা পর্যায়ক্রমিকভাবে দেখানো হয়েছে। এর এক বছর পূর্বে সিরিয়ান পরিচালক নাজদাত আঞ্জুর সার্চিং ফর সালাদিন নামে একই বিষয়বস্তু নিয়ে একটি টিভি ধারাবাহিক নির্মাণ করেন। ২০১৭ সালের ২ই জুলাই হতে বাংলাদেশের এসএ টিভি ধারাবাহিকটি বাংলায় সম্প্রচার শুরু করে।[১]

মহাবীর গাজী সালাউদ্দিন
ধরনজীবনী, নাটক, ধর্ম, ইতিহাস, ধারাবাহিক
ভিত্তিসালাহ উদ্দিন
পরিচালকহাতেম আলী
অভিনয়েজামাল সুলেইমান
সুজান নাজম আলদিন
বাসেম ইয়াখুর
নাজাহ সাফখনি
ওয়ায়েল রামাজান
মোহাম্মাদ মিফতাহ
সুরকারওয়ালিদ সাইফ
মূল দেশসিরিয়া
মূল ভাষাআরবি
মৌসুমের সংখ্যা
পর্বের সংখ্যা৩০
নির্মাণ
নির্বাহী প্রযোজকমুসান্না সবহ
ব্যাপ্তিকাল৪০-৪৫ মিনিট
মুক্তি
ছবির ফরম্যাটএসডিটিভি
প্রথম প্রদর্শন১ রমজান ২০০১

অভিনয় সম্পাদনা

সুদান থেকে
  • ইয়াসের আব্দুল লতিফ : খিলাফতের কোষাধ্যক্ষ জওহর।
জর্ডান থেকে
  • নাদেরা ইমরান: সাকাউত আল মালিক জমরুদ।
অতিথি শিল্পী
লেবানন থেকে
অতিথি শিল্পী:
লেবানন থেকে
  • কারমেন লাবস: প্রিন্সেস অ্যাগলেস কার্টেনি।
নতুন মুখ

তথ্যসূত্র সম্পাদনা

  1. "দর্শকনন্দিত টিভি সিরিয়াল 'ক্রুসেড'"। ৭ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা