মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়, কেরল

ভারতের বিশ্ববিদ্যালয়

মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় (সাধারণত এমজি ইউনিভার্সিটি বা এমজিইউ নামে পরিচিত) হল ভারতের কেরল রাজ্যের কোট্টায়মে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। এটি ১৯৮৩ সালের ২ই অক্টোবর গান্ধী জয়ন্তীর দিনে কেরল রাজ্যের কোট্টায়ম জেলায় প্রতিষ্ঠিত হয়েছিল।[২] মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়টি (পূর্বে গান্ধীজি বিশ্ববিদ্যালয়) ইউজিসি দ্বারা অনুমোদিত এবং ভারতের জাতীয় মূল্যায়ন ও স্বীকৃতি কাউন্সিল কর্তৃক স্বীকৃত (এ)। কেন্দ্রীয় কেরলেরর পাঁচটি জেলায় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০০ টি অনুমোদিত মহাবিদ্যালয় রয়েছে।

মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়
মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের প্রতীক
নীতিবাক্যVidyay āmritamaṣṇute (সংস্কৃত)[১]
বাংলায় নীতিবাক্য
জ্ঞান একজনকে অমর করে তোলে
ধরনসরকারি বিশ্ববিদ্যালয়
স্থাপিত১৯৮৩ (৪১ বছর আগে) (1983)
আচার্যআরিফ মুহাম্মাদ খান
উপাচার্যঅধ্যাপক সবু থমাস
অবস্থান, ,
ভারত
শিক্ষাঙ্গনশহরতলি
ওয়েবসাইটwww.mgu.ac.in
মানচিত্র

র‍্যাঙ্কিং সম্পাদনা

বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং

টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ম্যাগাজিন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২১-এর তালিকায় এমজি বিশ্ববিদ্যালয়কে বিশ্বের শীর্ষ ৮০০ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান দিয়েছে।[৩]

ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (এনআইআরএফ) কেরলের মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়কে ২০২০ সালে ভারতের মধ্যে সামগ্রিকভাবে ৪৯তম[৪] এবং ভারতের বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে ৩০তম স্থান দিয়েছে।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. cosmic। "MG university"www.mgu.ac.in 
  2. Gupta, Ameeta; Kumar, Ashish (২০০৬)। Handbook of Universities। New Delhi: Atlantic Publishers & Distributors। পৃষ্ঠা 532–536। আইএসবিএন 978-81-269-0608-6 
  3. "Mahatma Gandhi University"www.timeshighereducation.com। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২১ 
  4. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Rankings_NIRF_O_2020 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি

বহিঃসংযোগ সম্পাদনা