মদমস্ত বরখা

হিন্দি ভাষার চলচ্চিত্র

মদমস্ত বরখা হল ২০১৫ সালের ২৯ মে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় থ্রিলার চলচ্চিত্র। সিং মাল্টিমিডিয়া ক্রিয়েশনের ব্যানারে সন্দীপ রালে কর্তৃক প্রযোজিত এই ছবিটি পরিচালনা করেন যশপাল সিং।[১]

মদমস্ত বরখা
পরিচালকযশপাল সিং
প্রযোজকযশপাল সিং
রচয়িতাসন্দীপ রালে
চিত্রনাট্যকারসন্দীপ রালে
শ্রেষ্ঠাংশেলীনা কপূর
একাংশ ভরদ্বাজ
আশিষ যোশী
জোয়া রাঠোর
মুস্তাক খান
মিথিলেশ চতুর্বেদী
ফরিদা দাদি
প্রকাশ বি. কাশ্যপ
সুরকাররাজ বর্মা
চিত্রগ্রাহকপ্রমোদ পাণ্ডে
সম্পাদকধরম সোনি
প্রযোজনা
কোম্পানি
সিং মাল্টিমিডিয়া ক্রিয়েশন
মুক্তি২৯ মে, ২০১৫
স্থিতিকাল১১৫ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি

কাহিনি-সারাংশ সম্পাদনা

বরখা (লীনা কপূর) রণবীর (আশিষ যোশী) নামে এক সেনা জওয়ানের স্ত্রী। বরখাকে একা রেখে একটি জরুরি কাজে তাকে চলে যেতে হয়। একাকীত্বে ভরা একঘেয়ে বিবাহিত জীবনে বিতৃষ্ণ বরখার সঙ্গে তার স্বামীর বন্ধু আকাশের প্রণয় সম্পর্ক স্থাপিত হয়। কিন্তু বরখার ননদ নীতু তার ভাইয়ের অনুপস্থিতিতে বরখার সঙ্গে আকাশের সম্পর্কের কথা জানতে পারলে তাদের জীবনে সমস্যা ঘনিয়ে আসে।[২]

কলাকুশলী সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Madmast Barkhaa"Bollywood Hungama। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৫ 
  2. "Movie Preview Madmast Barkhaa"Oye! Times। ৭ এপ্রিল ২০১৫। ৬ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৫ 

বহিঃসংযোগ সম্পাদনা