ভদ্রতামূলক নাম (চীনা: , জ়ি ) বা ভঙ্গিমা নাম[১] হল কোনও ব্যক্তিকে শৈশবে প্রদত্ত নাম ছাড়াও বয়ঃপ্রাপ্তির সময় রাখা একটি অতিরিক্ত নাম।[২] এই প্রথাটি চীন , জাপান, কোরিয়া, ভিয়েতনাম প্রভৃতি পূর্ব এশীয় সংস্কৃতিভুক্ত দেশের অন্যতম ঐতিহ্য।

ভদ্রতামূলক নাম (জ়ি)
চীনা নাম
সরলীকৃত চীনা (表) 字
হান-ইউ ফিনিন(biǎo) zì
ওয়েড-জাইলস(piao)-tzu
ভিয়েতনামীয় নাম
ভিয়েতনামী tên chữ (tự)
কোরীয় নাম
হাঙ্গুল
হাঞ্জা
সংশোধিত রোমানীকরণja
ম্যাক্কিউন-রাইশাওয়াcha
জাপানি নাম
কাঞ্জি
হিরাগানা あざな
সংশোধিত হেপবার্নazana

তথ্যসূত্র সম্পাদনা

  1. তিয়াঞ্জুন লিউ, শিয়াও মেই কিয়াং (২০১৩)। চীনা ওষধি কিগং। পৃষ্ঠা 590। আইএসবিএন 1848190964শান্ডং প্রদেশের জৌ অঞ্চলে জাত মেন্‌সিয়াস (৩৭১-২৮৯ খ্রিঃপূঃ), প্রথম নাম কে, ভঙ্গিমা নাম জ়ি য়ু, ছিলেন একজন বিখ্যাত দার্শনিক, শিক্ষাবিদ, রাজনৈতিক এবং ঝাঙ্গুও যুগে কনফুশিয়াসের কিগং জীবনধারার এক বিশেষজ্ঞ। 
  2. চীনা নামের উৎস। ২০০৭। পৃষ্ঠা 142। আইএসবিএন 9812294627প্রাচীনকালে পদবী ও প্রদত্ত নাম ছাড়াও লোকের জ়ি বলে একটি ভদ্রতামূলক নামও থাকত। প্রাপ্তবয়স্কদের সম্ভাষণ করতে গেলে এই নামটিই ব্যবহার করা হত। ২০ বছর বয়স হলে তরুণেরা "উষ্ণীষ পরত..."