ব্রুনাইয়ের প্রশাসনিক বিভাগ

ব্রুনাইয়ের প্রশাসনিক কাঠামো মূলত দায়রাহ্ (জেলা), মুকিম (উপজেলা) এবং কাম্পুং বা কাম্পং (গ্রাম) নিয়ে গঠিত। এদের মধ্যে দায়রাহ প্রথম স্তরের, মুকিম দ্বিতীয় স্তরের এবং কাম্পং তৃতীয় স্তরের প্রশাসনিক বিভাগ।

এছাড়াও ব্রুনাইয়ে কয়েকটি পৌর বিভাগ রয়েছে। এগুলো হলো: বন্দর সেরি বেগাওয়ান এবং কয়েকটি জেলা শহর। এগুলো মূল প্রশাসনিক কাঠামোর বাইরে বলে মনে করা হয়।

সবগুলো প্রশাসনিক বিভাগই স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মাধ্যমে সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে রয়েছে। প্রশাসনিক বিভাগগুলো সাধারণত আদমশুমারীর কাজে ভূমিকা রাখে। তবে, প্রশাসনিক অঞ্চলগুলোর স্বাধীনতা ও ক্ষমতা খুবই সীমিত এবং প্রশাসনিক স্তরের নিচের দিকে এটি নেই বললেই চলে। প্রধান সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলো যেমন শিক্ষা এবং আইন পৃথক সরকারি মন্ত্রণালয় বা বিভাগের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে পরিচালিত হয়।

দায়রাহ সম্পাদনা

ব্রুনাইয়ে মোট ৪টি দায়রাহ বা জেলা রয়েছে। এগুলো হলো: ব্রুনাই-মুয়ারা, বেলাইত, তুতং এবং তেম্বুরং। এগুলোর মধ্যে ব্রুনাই-মুয়ারা সবচেয়ে ছোট কিন্তু জনবহুল জেলা।[১] আর বেলাইত সবচেয়ে বড় জেলা এবং তেল ও গ্যাস উৎপাদন কেন্দ্র।[২]

প্রতিটি জেলার প্রধান নির্বাহী হলো জেলা অফিসার (মালয়: Pegawai Daerah)। একজন সহকারী জেলা অফিসার তাকে সহযোগিতা করে থাকে।

মুকিম সম্পাদনা

মুকিম হল ব্রুনাইয়ের দ্বিতীয় স্তরের প্রশাসনিক বিভাগ। বর্তমানে দেশটিতে মোট ৩৮টি মুকিম রয়েছে; যার ১৭টি ব্রুনাই-মুয়ারা জেলায়[৩], ৮টি বেলাইত জেলায়[৪], ৮টি তুতং জেলায়[৫] এবং ৫টি তেম্বুরং জেলায়[৬] অবস্থিত। প্রতিটি মুকিম নিয়ন্ত্রণে একজন করে পেঙ্গুলু নিয়োগ দেওয়া হয়।

গ্রাম সম্পাদনা

গ্রাম (মালয়: kampung বা kampong) হচ্ছে ব্রুনাইয়ের সবচেয়ে নিম্ন স্তরের প্রশাসনিক বিভাগ যার নেতৃত্বে থাকেন একজন কেউতা কাম্পং বা গ্রাম প্রধান। গ্রামের জনসংখ্যা কয়েকশো থেকে হাজার পর্যন্ত হতে পারে।

তবে, কাম্পং আয়ারকে গ্রাম হিসাবে বিবেচনা করা হয় না। ব্রুনাই নদীর উপরের জনবসতিগুলোকে সাধারণভাবে এ নামে ডাকা হয়। আসলে, কাম্পং আয়ার একটি বৃহৎ অঞ্চল যা কয়েকটি মুকিম এবং বেশ কয়েকটি কাম্পং নিয়ে গঠিত।[৩]

পৌরসভা সম্পাদনা

মূলত চারটি অঞ্চলকে বান্দারান বা পৌর-অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়। যথা:

পৌরসভাগুলোকে মূল প্রশাসনিক কাঠামো বহির্ভূত স্তর হিসেবে বিবেচনা করা হয়। কারণ তাদের স্থানিক এখতিয়ার কোনও স্তরের সাথেই খাপ খায় না। এছাড়া, পৌরসভাগুলোর আকারেও বেশ তারতম্য রয়েছে। যেমন: বন্দর সেরি বেগাওয়ান বেশ কয়েকটি মুকিমের সমন্বয়ে গঠিত। কিন্তু অন্যান্য পৌর-অঞ্চলগুলো কেবল কয়েকটি গ্রাম নিয়ে গঠিত। জেলা এবং এর উপ-বিভাগগুলো সরকারের একই বিভাগ পরিচালনা করলেও পৌরসভা একই মন্ত্রণালয়ের সম্পূর্ণ ভিন্ন একটি বিভাগের অধীনে পরিচালিত হয়।[৭]

পৌরসভার প্রধান হলেন পেঙ্গেরুসি লেম্বাগা বান্দারান বা পৌরসভার চেয়ারম্যান।

বাঙ্গার তেম্বুরং জেলার কেন্দ্রীয় শহর হলেও এটি এখনও পৌরসভার মর্যাদা পায়নি। বাঙ্গারের সরকারি নাম পেকান বাঙ্গার (অর্থাৎ, 'বাঙ্গার শহর'); কিন্তু প্রশাসনিক স্তরের দিক থেকে এটি একটি গ্রাম। একইভাবে, ব্রুনাই-মুয়ারা জেলার বন্দর-নগরী মুয়ারা (মালয়: Pekan Muara)ও প্রশাসনিকভাবে সেরাসা মুকিমের অধীন একটি গ্রাম।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Road Map and Street Index of Brunei Darussalam। Brunei Shell Marketing Company। পৃষ্ঠা 32। আইএসবিএন 9991790101 
  2. Road Map and Street Index of Brunei Darussalam। Brunei Shell Marketing Company। পৃষ্ঠা 42। আইএসবিএন 9991790101 
  3. "Brunei-Muara District" (পিডিএফ)Information Department, Prime Minister's Office, Brunei Darussalam। ২০১০। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-০৯ 
  4. "Belait District" (পিডিএফ)Information Department, Prime Minister's Office, Brunei Darussalam। ২০১১। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-০৯ 
  5. "Tutong District" (পিডিএফ)Information Department, Prime Minister's Office, Brunei Darussalam। ২০১৩। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-০৯ 
  6. "Temburong District" (পিডিএফ)Information Department, Prime Minister's Office, Brunei Darussalam। ২০১১। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-০৯ 
  7. "Kementerian Hal Ehwal Dalam Negeri, Negara Brunei Darussalam - Carta Organisasi"moha.gov.bn (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৩-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-০৯