ব্যাকটেরিওফাজ

ব্যাকটেরিয়াকে আক্রমণ করে ধ্বংস করে এরূপ ভাইরাসদেরকে ব্যাকটেরিওফাজ বলা হয়।
(ব্যাক্টেরিওফাজ থেকে পুনর্নির্দেশিত)

এটি মূলত এক প্রকার ভাইরাস।এর বিশেষত্ত্ব হলো এরা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে ও ধ্বংস করে| সঙ্গা :যে সকল ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তাদের ব্যাকটেরিওফাজ বলে| ফেলিক্স ডি হেরেলি ব্যাকটেরিওফাজ আবিষ্কার করেন| ব্যাকটেরিওফাজের মধ্যে প্রকার আছে অনেক|এদের আকার-আকৃতিও বিভিন্ন|T২ ব্যাকটেরিওফাজ ব্যাঙাচির মতো দেখতে|এদের দেহের প্রধান দুটি অংশ মাথা ও লেজ|এ ফাজের বেসপ্লেটে ৬টি স্পর্শক তন্তু আছে|লেজ ও মাথার মাথার সংযোগস্থলে কলা অবস্থিত|ব্যাকটেরিওফাজটির দৈর্ঘ্য ১০০nm ও ব্যাস ২৫nm(nano metre)|T২ ফাজ মূলত E-coli ব্যাকটেরিয়াকে আক্রমণ করে থাকে|এ ফাজের মাথা দেখতে ষঢ়ভূজাকার|এরা দ্বিস্তরি প্রোটিন নির্মিত ক্যাপসিড দিয়ে আবৃত|

ব্যাকটেরিওফাজের আণবিক গঠন