নতুন নিবন্ধ তৈরি একটি ব্যবহারকারী স্ক্রিপ্ট। এটি ডেস্কটপ এবং মোবাইল (যেখানে প্রধান পাতা ও অজানা পাতার লিংক থাকে) উভয় ভার্সনের নেভিগেশনবারে নতুন নিবন্ধ তৈরি নামে একটি লিংক যুক্ত করবে। লিংকটিতে ক্লিক করলে একটি ডায়লগ বক্স আসবে। সেখানে যে নিবন্ধ বা পাতাটি তৈরি করতে চান তার নাম লিখে ok বাটনে ক্লিক করলে একটি নতুন উইন্ডোতে সম্পাদনা বক্স খুলবে।

ইন্সটলের পদ্ধতি সম্পাদনা

স্ক্রিপ্টটি ইন্সটল করতে আপনার /common.js -এ অথবা বৈশ্বিক সকল প্রকল্পে ব্যবহার করতে আপনার /global.js -এ নিচের কোডটি লিখে সংরক্ষণ করুন:

mw.loader.load('//en.wikipedia.org/w/index.php?title=User:Yahya/scripts/SNA.js&action=raw&ctype=text/javascript');
//Linkback: [[User:Yahya/CreateNew.js]]

নতুন উইন্ডো চালু না হয়ে Pop-up blocked দেখায়? সম্পাদনা

সমস্যাটা আপনার ব্রাউজারের। এর সমাধান হচ্ছে, আপনার ব্রাউজারের সাইট সেটিংসে যান। সেখানে Pop-ups & redirect, Allow বা Enable করে দিন। উল্লেখ্য, পদ্ধতিটি ব্রাউজার ভেদে ভিন্ন হতে পারে।