ব্যবস্থাপত্র সাপেক্ষে লভ্য ঔষধ

ব্যবস্থাপত্র সাপেক্ষে লভ্য ঔষধ (ইংরেজি prescription drug বা prescription medication বা prescription medicine) বলতে এমন এক ধরনের ঔষধকে বোঝায়, যেটি রোগীর কাছে ছাড় দিতে আইনিভাবে একটি চিকিৎসার ব্যবস্থাপত্র প্রয়োজন। অর্থাৎ একজন অনুমোদনপ্রাপ্ত পেশাদার স্বাস্থ্যসেবা প্রদানকারীর লিখিত নির্দেশনা ছাড়া এটি কোনও রোগীর জন্য লভ্য নয়। এর বিপরীতে ব্যবস্থাপত্র ছাড়া লভ্য ঔষধগুলি কোনও ব্যবস্থাপত্র ছাড়াই ঔষধালয় থেকে ক্রয় করা সম্ভব। এই দুই ধরনের ঔষধের উদ্দেশ্য হল ঔষধের সম্ভাব্য ভুল ব্যবহারের নিয়ন্ত্রণ করা, যাতে ঔষধের অপব্যবহার কিংবা পর্যাপ্ত শিক্ষা ছাড়া ও কোনও অনুমতিপত্র ছাড়া চিকিৎসা পেশার চর্চার মতো ব্যাপারগুলি অন্তর্ভুক্ত। আইনি এলাকাভেদে ব্যবস্থাপত্র সাপেক্ষে লভ্য ঔষধের সংজ্ঞা ভিন্ন হতে পারে। যেসব ঔষধ বিপজ্জনক, শক্তিশালী বা অভ্যাস-গঠনকারক এবং যেগুলিকে একজন স্বাস্থ্যসেবা প্রদানকারীর নজরদারিতে থেকে ব্যবহার করা উচিত, সেগুলি চিকিৎসক, দন্তচিকিৎসক বা উন্নত শুশ্রূষাকারীর লেখা ব্যবস্থাপত্র ছাড়া বিক্রয় করা নিষেধ থাকে। ব্যবস্থাপত্র সাপেক্ষে লভ্য ঔষধগুলির মধ্যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকারী ঔষধ, কর্কটরোগের (ক্যানসার) ঔষধ, চিত্তপ্রভাবক ঔষধ এবং শক্তিশালী বেদনানাশক ঔষধগুলি অন্তর্ভুক্ত। এগুলি সাধারণত ঔষধ প্রশাসনের তালিকায় নিবন্ধিত থাকে এবং এগুলির ব্যবহারের মাত্রা, উপায় ও পার্শ্ব-প্রতিক্রিয়ার ঝুঁকি বিধিবদ্ধ থাকে।[১]

যুক্তরাজ্যে নিবন্ধিত চারটি ঔষধের মোড়কের আলোকচিত্র, যেখানে সেগুলির পণ্য অনুমোদন সংখ্যা ও সেগুলি কেবল ব্যবস্থাপত্র সাপেক্ষে লভ্য (POM) কিংবা ঔষধালয়ের ঔষধ (P) কি না, তা প্রতীক দিয়ে দেখানো হয়েছে।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Miller-Keane Encyclopedia and Dictionary of Medicine, Nursing, and Allied Health (Seventh সংস্করণ), Saunders, ২০০৩ 

আরও পড়ুন সম্পাদনা