বেলিজে ইসলাম

বেলিজে ধর্মবিশ্বাস

দক্ষিণ আমেরিকার রাষ্ট্র বেলিজে ইসলাম ধর্মাবলম্বীরা দেশটির অন্যতম ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়। মুসলমানরা দেশটির মোট জনসংখ্যার ০.২%।[১] পরিসংখ্যান অনুসারে, দেশটিতে পাঁচ শতাধিক মুসলমানের বাস। দেশটির মুসলমানদের অধিকাংশই আফ্রিকান বংশোদ্ভূত।[২] দেশটির মুসলিম সম্প্রদায়ের প্রধান সংগঠনের নাম ইসলামিক মিশন অব বেলিজ (আইএমবি)। ১৯৭৮ সালের সংগঠনটি দেশটির সরকারের নিকট হতে স্বীকৃতি লাভ করে।[৩] সংগঠনটির সদরদপ্তর দেশটির সর্ববৃহৎ শহর ও দেশটির সাবেক রাজধানী বেলিজ সিটিতে অবস্থিত। এছাড়াও, ২০১৩ সাল থেকে দেশটিতে আহ্‌মদীয়াদের উপস্থিতি লক্ষ করা যায়। বেলিজে তাদের সংখ্যা প্রায় দেড়শ।

তথ্যসূত্র সম্পাদনা