বেলারুশের প্রশাসনিক অঞ্চল

সর্বোচ্চ প্রশাসনিক স্তরে বেলারুশ ছয়টি অবলাস্ট(প্রদেশ)এ বিভক্ত। মিন্সক শহর যার বেলারুশের রাজধানী হিসেবে বিশেষ মর্যাদা আছে, সেটি মিন্সক প্রদেশেরও রাজধানী। দ্বিতীয় স্তরে প্রদেশ গুলি রেইয়ন্স(জেলা) এ বিভক্ত। ১৯৫০ খ্রিষ্টাব্দ নাগাদ যখন বেলারুশ(তৎকালীন বাইলোরুশিয়ান সোভিয়েত স্যোসালিস্ট রিপাবলিক) যা সোভিয়েত ইউনিয়নের একটি অংশ ছিল তখন এই বিন্যাস স্থির করা হয়।

    • বিভাগ - ঐকিক দেশ

অবস্থান - বেলারুশ জন্ম- ১৯৬০ সংখ্যা - ৭ টি জনসংখ্যা - ১,০২৪,৭৫১ (মোগলিয়েভ)- ১,৪৭১,২৪০ (মিন্সক) ক্ষেত্রফল - ২৫,১১৮.১ বর্গকিমি (৯,৬৯৮.১৪ বর্গমিটার) শাসনব্যবস্থা - প্রাদেশিক সরকার উপবিভাগ - রাইয়ন**

ইতিহাস সম্পাদনা

বিংশ শতাব্দীর শুরুতেও বেলারুশের সীমানা নির্ধারিত ছিল না। ১৯০০ শতাব্দীতে মূলত সম্পূর্ণ মিন্সক গভর্নোরেট ও মোগলিয়েভ গভর্নোরেট, গ্রোদনো গভর্নোরেটের বেশিরভাগ অঞ্চল, ভিতেবস্ক গভর্নোরেটের কিছু অংশ এবং ভিলনো গভর্নোরেটের(বর্তমানে লিথুয়ানিয়া) কিছু অংশ এর অন্তর্ভুক্ত ছিল। প্রথম বিশ্বযুদ্ধে পোল্যান্ডের স্বাধীনতা লাভ, ১৯২০-১৯২১ এ পোল্যান্ড-সোভিয়েত যুদ্ধে এর সীমানা পরিবর্তন হয়। ১৯২১ এ কেবল মিন্সক গভর্নোরেট(পশ্চিম অংশ ব্যতীত),গোমেল প্রদেশের পশ্চিম অংশ,মাহিলোর এক টুকরো পশ্চিম অংশ এবং ভিয়েতবস্কের একটি ক্ষুদ্র অংশ এর অন্তর্ভুক্ত ছিল। ১৯২৬ এ গোমেল প্রদেশের পূর্ব অংশ এর অন্তর্ভুক্ত হয়। ১৯৩৮ এ সোভিয়েত বেলারুশে নতুন প্রশাসনিক বিভাগ অবলাস্ট বা ভবলাস্ট এর সূচনা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আবারও এর সীমানা পরিবর্তন হয়। ১৯৩৯ এ বারানভিচি,বেলাস্টক, ব্রেস্ট, মিন্সক ও ভিলয়কা অবলাস্ট বেলারুশে যুক্ত হয়। ১৯৪৪ এ বেলাস্টক অবলুপ্ত হয়ে নতুন অবলাস্ট বাবরুয়স্ক,গ্রোদনো ও পোলস্টক তৈরী হয়। ভিলেইক অবলাস্টের নাম পরিবর্তন হয়ে মোলোডেকনো অবলাস্ট হয়।

১৯৩৮ থেকে ১৯৬০ অবধি এই অবলাস্ট গুলির অস্তিত্ব এই রূপ ছিল বাবরুয়স্ক অবলাস্ট ১৯৪৪ এ সূচনা, ১৯৫৪ এ অবলুপ্তি বারানাভিচি অবলাস্ট ১৯৩৯ এ সূচনা, ১৯৫৪ এ অবলুপ্তি বেলাস্টক অবলাস্ট ১৯৩৯ এ সূচনা, ১৯৪৪ এ অবলুপ্তি (বর্তমানে পোল্যান্ডের বিয়লিস্টক) ব্রেস্ট অবলাস্ট ১৯৩৯ এ সূচনা গোমেল অবলাস্ট ১৯৩৮ এ সূচনা গ্রোদনো অবলাস্ট ১৯৪৪ এ সূচনা মালোডিয়েকনা অবলাস্ট(ভিলিয়েকের পরিবর্তিত নাম) ১৯৪৪ এ সূচনা, ১৯৬০ এ অবলুপ্তি মোগলিয়েভ অবলাস্ট ১৯৩৮ এ সূচনা মিন্সক অবলাস্ট ১৯৩৮ এ সূচনা নাভারুদাক অবলাস্ট ১৯৩৯ এ সূচনা পিন্সক অবলাস্ট ১৯৩৯ এ সূচনা, ১৯৫৪ এ অবলুপ্তি পোলস্টক অবলাস্ট ১৯৪৪ এ সূচনা, ১৯৫৪ এ অবলুপ্তি পোলোসিয়া অবলাস্ট ১৯৩৮ এ সূচনা,১৯৫৪ এ অবলুপ্তি ভিতেবস্ক অবলাস্ট ১৯৩৮ এ সূচনা, ভিলয়েকা অবলাস্ট ১৯৩৯ এ সূচনা, ১৯৪৪ এ অবলুপ্তি

তথ্যসূত্র সম্পাদনা