বৃহৎ সংখ্যার নামের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

ভারতীয় সংখ্যা পদ্ধতি অনুযায়ী বাংলা ভাষায় বৃহৎ সংখ্যা বোঝানোর জন্য হাজার (বা সহস্র), লাখ (বা লক্ষ) ও কোটি ব্যবহার করা হয়। বৃহত্তর সংখ্যা বোঝানোর জন্য "হাজার কোটি", "লাখ কোটি" ইত্যাদি ব্যবহার করা হয়। এছাড়া বিভিন্ন বাংলা অভিধানে অন্যান্য সংখ্যার জন্য বিশেষ নাম পাওয়া যায়।

বিভিন্ন ইউরোপীয় ভাষায় দুইরকম সংখ্যা পদ্ধতি প্রচলিত, লং ও শর্ট স্কেল। বেশিরভাগ ইংরেজি উপভাষায় শর্ট স্কেল পদ্ধতি প্রচলিত এবং ইংরেজি ব্যতীত অন্যান্য ইউরোপীয় ভাষায় লং স্কেল পদ্ধতি প্রচলিত। বাংলা ভাষায় শর্ট স্কেল পদ্ধতি মূলত বিদেশি মুদ্রায় ব্যবহার করা হয়, যেমন: US$ ২৭ বিলিয়ন।

অবশ্য লাখ কোটির থেকে বড় সংখ্যার নাম তেমন প্রচলিত নয়; সেরকম বড় সংখ্যা মূলত বৈজ্ঞানিক মহলে প্রচলিত যেখানে বৈজ্ঞানিক অঙ্কপাতন অনুযায়ী সংখ্যাকে ১০-এর ঘাত হিসাবে প্রকাশ করা হয়, যেমন: ১ মোল = ৬.০২২ × ১০২৩

ভারতীয় সংখ্যা পদ্ধতি সম্পাদনা

নাম বৈজ্ঞানিক
অঙ্কপাতন
অভিধানসমূহ
জ্ঞাদা[১] শৈবি[২] অঅ[৩]
হাজার বা সহস্র ১০
অযুত ১০
লাখ বা লক্ষ ১০
নিযুত ১০
কোটি ১০
অর্বুদ ১০
মহার্বুদ ১০
বৃন্দ ১০
খর্ব ১০১০
নিখর্ব ১০১১
শঙ্খ ১০১২
মহাশঙ্খ ১০১৩
পদ্ম ১০১৩
মহাপদ্ম ১০১৪[ক]

টীকা সম্পাদনা

  1. মতান্তরে ১০১০, ১০১১ বা ১০১২

তথ্যসূত্র সম্পাদনা

  1. দাস, জ্ঞানেন্দ্রমোহন (১৯৩৭)। "বাঙ্গালা ভাষার অভিধান"dsal.uchicago.edu। সংগ্রহের তারিখ ২০২৩-১২-২৯ 
  2. বিশ্বাস, শৈলেন্দ্র (২০০৪)। "সংসদ বাংলা অভিধান"dsal.uchicago.edu। সংগ্রহের তারিখ ২০২৩-১২-২৯ 
  3. "অভিগম্য অভিধান"accessibledictionary.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-১২-২৯