বীহাট রাজ্য[১] ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷ আটটি গ্রাম সংবলিত রাজ্যটি বুন্দেলখণ্ড এজেন্সি দ্বারা পরিচালিত হতো৷[২] রাজ্যটির রাজধানী ছিলো বীহাটে, যা বর্তমানে উত্তরপ্রদেশ রাজ্যের মাহোবা জেলায় অবস্থিত পানবাড়ি ব্লকের অন্তর্গত একটি গ্রাম৷

বীহাট রাজ্য
बीहट
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য
১৮০৭–১৯৫০

ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত বীহাট-ওর্ছা রাজ্যের মানচিত্র
রাজধানীবীহাট
আয়তন 
• ১৯০১
৪১ বর্গকিলোমিটার (১৬ বর্গমাইল)
জনসংখ্যা 
• ১৯০১
৩,৯৮৪
ইতিহাস 
• প্রতিষ্ঠিত
১৮০৭
১৯৫০
উত্তরসূরী
ভারত
বর্তমানে যার অংশভারত

অবস্থান সম্পাদনা

এটি উত্তরপ্রদেশে চিত্রকূট বিভাগের অন্তর্গত মাহোবা জেলায় অবস্থিত। এটি মাহোবা শহর থেকে সড়কপথে ৬৩ কিলোমিটার পশ্চিম দিকে অবস্থিত। এটির বর্তমান ডাক সূচক সংখ্যা ২১০৪২৯।

ইতিহাস সম্পাদনা

ওড়ছা রাজ্যের রাজা সোহন পালের কনিষ্ঠ পুত্র কুনোয়ার ইন্দ্রজিতের উত্তরসূরী কুনোয়ার খুমন সিংহের পুত্র কুনোয়ার অপর্বল সিংহ এই রাজ্যটির পত্তন ঘটান৷ রাজ্যটির রাও (রাজা) ৫ টি অশ্বারোহী বাহিনী, ৭৫ টি পদাতিক সৈন্যবাহিনী এবং একটি নিজস্ব বন্দুক রাখার অনুমতি প্রাপ্ত হন ১৮৯৩ খ্রিস্টাব্দে৷ [৩]

শাসকবর্গ সম্পাদনা

বীহাট দেশীয় রাজ্যের শাসকরা রাও উপাধিতে ভূষিত হতেন।[৪]

রাও সম্পাদনা

  • ১৮০৭ - ১৮০৭ দেওয়ান রাও অপর্বল সিংহ (তিনি পান্নার রাজার থেকে সাতটি গ্রামের স্বত্ত্ব পান)
  • ১৮০৭ - ১৮২৮ রাও বানকত রাও
  • ১৮২৮ - ১৮৪৬ রাও কমোদ সিংহ
  • ১৮৪৬ - ১৮৫৯ হরদী শাহ
  • ১৮৫৯ - ১৮৭২ গোবিন্দ দাস
  • ১৮৭২ - ১৮৯২ রাও মাহুম সিংহ
  • ১৮৯২ - ১৯০৮ রাও (অজ্ঞাত) সিংহ
  • ১৯০৮ - .... রাও বীরসিংহ জুদেও
  • .... - .... রাও সাহেব বীরেন্দ্রসিংহ জুদেও

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Imperial Gazetter of India, Volume 21, page 199 -- Imperial Gazetteer of India -- Digital South Asia Library"dsal.uchicago.edu 
  2. Imperial Gazetteer of India: Provincial Series, Volume 12। Superintendent of Government Print। ১৯০৮। পৃষ্ঠা 397। 
  3. http://www.indianrajputs.com/view/bihat
  4. India Foreign and Political Department (১৮৯২)। A Collection of Treaties, Engagements, and Sunnuds, Relating to India and Neighbouring Countries: Central India Agency, pt. 1-2। G.A. Savielle and P.M. Cranenburgh, Bengal Print. Company। পৃষ্ঠা 38-39।