বিমানবন্দর সড়ক, ঢাকা

বিমানবন্দর সড়ক ৮ লেনযুক্ত ঢাকার অন্যতম একটি প্রধান সড়ক। এটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি অংশ। এটি ঢাকা শহরকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে সংযুক্ত করেছে।[১] এছাড়া এটি ঢাকাকে উত্তরাঞ্চলীয় উপশহর উত্তরাকে সংযুক্ত করার প্রধান সড়ক এবং একমাত্র সড়ক যা বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলির সাথে ঢাকার সংযোগ স্থাপন করেছে।[২] ফ্লাইওভার এবং আন্তপরিবর্তনের কারণে এই সড়কে যানজটের পরিমান কম।[৩]

সুবিধা সম্পাদনা

বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাসমূহের সঙ্গে যোগাযোগ সহজতর করতে একটি এক্সপ্রেস সড়ক হিসেবে গড়ে তোলা হয়েছে। ৮ লেনের এক্সপ্রেস সড়কটি (প্রতিটি পাশে ৪ লেন) বাংলাদেশের অন্যতম সড়ক যা নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয়। সড়কের মাঝে বিভাজক আছে তবে জরুরী প্রয়োজনে গাড়ি থামার জন্য জরুরী থামার লেন নেই।

ল্যান্ডমার্ক সম্পাদনা

 
আর্মি গলফ ক্লাবের কাছে।
 
রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন ঢাকা বিমানবন্দর সড়কে অবস্থিত

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বিমানবন্দর সড়ক, ঢাকা"গুগল মানচিত্র। সংগ্রহের তারিখ ০৫-০৩-২০১৭  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "Dhaka Photo Gallery by Brian McMorrow at"। Pbase.com। সংগ্রহের তারিখ ২০১১-১২-১৪ 
  3. Hafez Ahmed (২০১১-০৬-৩০)। "Kuril flyover to be completed by next year"Daily Sun। Dhaka। ২০১৩-১০-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-১২-১৪