বাস্তবায়নযোগ্যতা নিরীক্ষা

কোনও প্রস্তাবিত প্রকল্প বা ব্যবস্থার ব্যবহারিক উপযোগিতার বস্তুনিষ্ঠ ও যৌক্তিক মূল্যায়ন

বাস্তবায়নযোগ্যতা নিরীক্ষা বা বাস্তবায়নযোগ্যতা যাচাই (ইংরেজি: feasibility study) বলতে কোনও প্রস্তাবিত প্রকল্প বা ব্যবস্থার ব্যবহারোপযোগিতার মূল্যায়নকে বোঝায়। একটি বাস্তবায়নযোগ্যতা নিরীক্ষার লক্ষ্য নৈর্ব্যক্তিকভাবে ও যুক্তিসঙ্গতভাবে কোনও বিদ্যমান কারবার কিংবা প্রস্তাবিত ঝুঁকিপূর্ণ ব্যবসায়িক উদ্যোগের ভালো ও মন্দ দিক, প্রাকৃতিক পরিবেশে উপস্থিত সুযোগ ও হুমকি, বাস্তবায়নের জন্য আবশ্যকীয় সম্পদ এবং শেষ পর্যন্ত সাফল্য লাভের সম্ভাবনা উদ্ঘাটন করা।[১][২] অতি সরলভাবে বলতে গেলে বাস্তবায়নযোগ্যতা বিচার করার দুইটি মানদণ্ড হল আবশ্যকীয় খরচ এবং অর্জনীয় মূল্য।[৩]

একটি সুপরিকল্পিত বাস্তবায়নযোগ্যতা নিরীক্ষাতে আলোচ্য কারবার বা প্রকল্পের ঐতিহাসিক পটভূমি, পণ্য বা সেবা, হিসাবরক্ষণ বিবৃতিসমূহ, কর্মকাণ্ড ও ব্যবস্থাপনার বিস্তারিত খুঁটিনাটি, বিপণন গবেষণা ও নীতিসমূহ, আর্থিক উপাত্ত, আইনি ও কর-সংক্রান্ত বাধ্যবাধকতা, ইত্যাদির বর্ণনা থাকতে হয়।[১] সাধারণত কারিগরি উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নের আগে বাস্তবায়নযোগ্যতা নিরীক্ষা সম্পাদন করা হয়ে থাকে। একটি বাস্তবায়নযোগ্যতা নিরীক্ষা কোনও প্রকল্পের সাফল্যের সম্ভাবনা মূল্যায়ন করে, তাই সম্ভাব্য বিনিয়োগকারী ও ঋণ প্রদানকারী সংস্থাসমূহের কাছে এই নিরীক্ষার বিশ্বাসযোগ্যতা সৃষ্টিতে আপাতদৃষ্ট নৈর্ব্যক্তিকতা বা বস্তুনিষ্ঠতা গুরুত্বপূর্ণ একটি নিয়ামক হিসেবে কাজ করে।[৪] এ কারণে বাস্তবায়নযোগ্যতা নিরীক্ষাকে বস্তুনিষ্ঠভাবে ও পক্ষপাতদুষ্টতা এড়িয়ে পরিচালনা করতে হয়, যাতে সরবরাহকৃত তথ্যের উপর ভিত্তি করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা যায়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Justis, R. T. & Kreigsmann, B. (1979). The feasibility study as a tool for venture analysis. Business Journal of Small Business Management 17 (1) 35-42.
  2. Georgakellos, D. A. & Marcis, A. M. (2009). Application of the semantic learning approach in the feasibility studies preparation training process. Information Systems Management 26 (3) 231-240.
  3. Young, G. I. M. (1970). Feasibility studies. Appraisal Journal 38 (3) 376-383.
  4. Feasibility studies as a tool for successful co-operative business enterprises "(A case study of the importance of Feasibility students to co-operative investment)"grossarchive.com। সংগ্রহের তারিখ ২০১৫-১১-০৯