বারগড় লোকসভা কেন্দ্র

উড়িষ্যার লোকসভা কেন্দ্র

বারগড় লোকসভা কেন্দ্র হল ভারতের ৫৪৩টি সংসদীয় কেন্দ্রের মধ্যে অন্যতম। উড়িষ্যার বারগড়কে কেন্দ্র করে এই নির্বাচনী কেন্দ্রটি গঠিত। ১ নং বারগড় লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র বারগড় জেলা এবং ঝারসুগুড়া জেলায় অবস্থিত। ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, এই নির্বাচন কেন্দ্রটি ২০০৮ সালে অস্থিত্ব লাভ করেছিল।

বারগড় লোকসভা কেন্দ্র
উড়িষ্যাএর লোকসভা কেন্দ্র
অস্তিত্ব১৯৫২-বর্তমান
সংরক্ষণনা
বর্তমান সাংসদসুরেশ পূজারী
রাজনৈতিক দলভারতীয় জনতা পার্টি
নির্বাচনের বছর২০১৯
রাজ্যউড়িষ্যা
মোট ভোটদাতা১,৪৩০,৭১৭ [১]

বিধানসভা কেন্দ্রসমূহ সম্পাদনা

ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে উড়িষ্যার বারগড় লোকসভা কেন্দ্রে ২০০৯ সাল থেকে নিম্নলিখিত বিধানসভা কেন্দ্রগুলির সমন্বয়ে গঠিত:[২][৩] পূর্বে পদমপুর বিধানসভা কেন্দ্র, বিজয়পুর বিধানসভা কেন্দ্র, বারগড় বিধানসভা কেন্দ্র এবং ভাতলি বিধানসভা কেন্দ্রগুলি সম্বলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছিল।

সংসদ সদস্য সম্পাদনা

নির্বাচনী ফলাফল সম্পাদনা

সাধারণ নির্বাচন ২০১৯ সম্পাদনা

সাধারণ নির্বাচন, ২০১৯: বারগড় [৭]
দল প্রার্থী ভোট % ±%
বিজেপি সুরেশ পূজারি ৫,৮১,২৪৫ ৪৬.৫৮
বিজেডি প্রসন্ন আচার্য ৫,১৭,৩০৬ ৪১.৪৫
কংগ্রেস প্রদীপ কুমার দেবতা ১,০৯,৪১৭ ৮.৭৭
বিএসপি কৌশিক সুনা ১১,০৫৬ ০.৮৯
সংখ্যাগরিষ্ঠতা ৬৩,৯৩৯
ভোটার উপস্থিতি ১২,৫১,০৭৮ ৭৮.৩৭
বিজেডি থেকে বিজেপি অর্জন করেছে সুইং

১৯৫১-২০১৯ সম্পাদনা

২০১৯ সালের সাধারণ নির্বাচনে, বিজেপির সুরেশ পূজারি ১ নং বারগড় লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেডির প্রসন্ন আচার্যকে পরাজিত করেন।[৮] বছরে প্রতিযোগিতাগুলিতে প্রার্থীদের বিভিন্ন ধরনের কোণঠাসা করে ছিল কিন্তু শুধুমাত্র বিজয়ী ও রানার্সকে উল্লেখ করা হচ্ছে। ২০১৪ সালে বিজেডির ডাঃ প্রভাশ কুমার সিং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সুভাষ চৌহানকে পরাজিত করেন।[৬] ২০০৯ সালে কংগ্রেসের সঞ্জয় ভোই তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেডির ডাঃ হামিদ হোসেনকে পরাজিত করেন।[৫] ২০০৮-১৯৫৭ সাল পর্যন্ত এই কেন্দ্রে কোন আসন বিদ্যমান ছিল না। ১৯৫১ সালে জিপির ব্রজমোহন প্রধান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দলের জি.ডি থিরানিকে পরাজিত করেন।[৯]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Parliamentary Constituency Wise Turnout for General Elections 2014"West Bengal। Election Commission of India। ডিসেম্বর ৫, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৪ 
  2. "Archive Delimitation Orders"Election Commission of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৯ 
  3. "Orissa"Election Commission of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৯ 
  4. "General Elections, India, 1951- Constituency Wise Detailed Results" (পিডিএফ)West Bengal। Election Commission। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৪ 
  5. "General Elections, 2009 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)West Bengal। Election Commission of India। ১১ আগস্ট ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৪ 
  6. "General Elections 2014 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)West Bengal। Election Commission of India। ২৩ নভেম্বর ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৬ 
  7. "List of Contesting Candidates (Phase-II) (PC)" (পিডিএফ)ceoorissa.nic.in। Office of the Chief Electoral Officer, Odisha। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৯ 
  8. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; loksabha2019 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  9. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; loksabha1951 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি

বহিঃসংযোগ সম্পাদনা