বাড়মের জেলা

রাজস্থান রাজ্যের একটি জেলা

বাড়মের ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য, রাজস্থানের পশ্চিমাংশে[১] যোধপুর বিভাগের অন্তর্গত গুরুত্বপূর্ণ একটি জেলা। বাড়মের জেলার সদরদপ্তর বাড়মের শহরে অবস্থিত। বাড়মের রাজস্থানে দ্বিতীয় বৃহত্তম জেলা। জেলার সদরদপ্তর ছাড়া অন্যান্য শহরগুলি যেমন; জাসোল, সিওয়ানা, বালোত্রা ইত্যাদি উল্লেখ্য। বর্তমানে বাড়মের জেলায় ক'একটি তৈলক্ষেত্র আবিষ্কৃত হয়েছে তার মধ্যে ঐশ্বর্যা তৈল ক্ষেত্র বৃহত্তম।

বাড়মের জেলা
बाडमेर जिला
রাজস্থানের জেলা
দেশভারত
রাজ্যরাজস্থান
প্রশাসনিক বিভাগযোধপুর বিভাগ
সদরদপ্তরবাড়মের
আয়তন
 • মোট২৮,৩৮৭ বর্গকিমি (১০,৯৬০ বর্গমাইল)
জনসংখ্যা (2011)
 • মোট২৬,০৩,৭৫১
 • জনঘনত্ব৯২/বর্গকিমি (২৪০/বর্গমাইল)
 • পৌর এলাকা৬.৯৭ শতাংশ
জনতাত্ত্বিক
 • সাক্ষরতা৫৬.৫৩
 • লিঙ্গানুপাত৯০২
প্রধান মহাসড়ক১৫ নং জাতীয় সড়ক, ১১২নং জাতীয় সড়ক
স্থানাঙ্ক৭০°৫০′ উত্তর ৭২°৫২′ পূর্ব / ৭০.৮৩° উত্তর ৭২.৮৭° পূর্ব / 70.83; 72.87-২৪°৫৮′ উত্তর ২৬°৩২′ পূর্ব / ২৪.৯৭° উত্তর ২৬.৫৩° পূর্ব / 24.97; 26.53
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
রাজস্থানে বাড়মের জেলার অবস্থান

ভূগোল সম্পাদনা

বাড়মের জেলা রাজস্থানেরর পশ্চিমংশে অবস্থিত যার কিছু অংশ থর মরুভূমির অংশ। জেলার উত্তর সীমায় জৈসলমের জেলা, দক্ষিণে জালোর জেলা, পূর্ব সীমায় পালিযোধপুর জেলা এবং পশ্চিম সীমায় পাকিস্তানের পূর্ব সীমান্ত।

জেলার মট আয়তন ২৮,৩৮৭ বর্গকিলোমিটার (১০,৯৬০ মা).[১] বাড়মের জেলা ২৪,২৮' থেকে ২৬,৩২' উত্তর অক্ষাংশ এবং ৭০,০৫' থেকল ৭২, ৫২' পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত।[১]

লুনী নদী হল জেলার দীর্ঘতম নদী।

প্রশাসন সম্পাদনা

সাংসদ ও বিধায়ক
লোকসভা কেন্দ্র সাংসদ বিধানসভা কেন্দ্র বিধায়ক
বাড়মের লোকসভা কেন্দ্র কৈলাশ চৌধুরী (BJP) *1 চোহতান পদ্ম রাম (INC) *2
বারমের মেওয়ারাম জৈন (INC)
গুধা মালানি হেমারাম চৌধুরী (INC) *3
বেটু হরিশ চৌধুরী (INC) *4
সিওয়ানা হামিরসিংহ ভায়াল (BJP)
  1. কৈলাস চৌধুরী বর্তমানে ভারত সরকারের মোদী মন্ত্রিসভার কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী। পূর্বে এই আসন থেকে কল্যাণ সিং কালভি নির্বাচিত হন যিনি চন্দ্র শেখর মন্ত্রিসভার শক্তি মন্ত্রী ছিলেন। এছাড়া জয়সালমীরের মহারাওয়াল রঘুনাথ সিং বাহাদুর নির্বাচিত হন।
  2. চোহতান থেকে পূর্বে গঙ্গারাম চৌধুরী নির্বাচিত হন যিনি রাজ্য সরকারের রাজস্ব মন্ত্রী ছিলেন।
  3. হেমারাম চৌধুরী যিনি রাজ্য সরকারের রাজস্ব মন্ত্রী । এছাড়া গুধা মালানি থেকে পূর্বে  পরশরাম মাদেরনা, রাজ্য বিধানসভার প্রাক্তন স্পিকার ও মদন কৌর, রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী নির্বাচিত হন
  4. হরিশ চৌধুরী , রাজস্থান সরকারের প্রাক্তন রাজস্ব মন্ত্রী

অর্থনীতি সম্পাদনা

বাড়মের জেলা ভারতের পিছিয়ে পড়া জেলাগুলির একটি[২] ও রাজস্থানের বারোটি পিছিয়ে পড়া জেলাগুলির একটি যারা বিআরজিএফ ফান্ড পাচ্ছে।[২]

আকর্ষক স্থান সম্পাদনা

  1. কিরাডু মন্দির - পরমার রাজবংশ-এর আমলে নির্মিত।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "District Profile: Barmer"। Government of Rajasthan। ৮ নভেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৬ 
  2. Ministry of Panchayati Raj (সেপ্টেম্বর ৮, ২০০৯)। "A Note on the Backward Regions Grant Fund Programme" (পিডিএফ)। National Institute of Rural Development। ৫ এপ্রিল ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৭, ২০১১ 

বহিঃসংযোগ সম্পাদনা