বাজি (১৯৫১-এর চলচ্চিত্র)

বাজি হচ্ছে ১৯৫১ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি চলচ্চিত্র। গুরু দত্তের পরিচালনায় চলচ্চিত্রটিতে দেব আনন্দ অভিনয় করেছিলেন। চলচ্চিত্রটির কাহিনী এবং চিত্রনাট্য লিখেছিলেন বলরাজ সাহনি; I’m going out of my room loloপ্রযোজনা দেব আনন্দ নিজেই তার 'নবকেতন ফিল্মস' প্রতিষ্ঠান দ্বারা করেছিলেন। ১৯৪৬ সালের মার্কিন চলচ্চিত্র গিল্ডার কাহিনীর সঙ্গে এই p'বাজি' চলচ্চিত্রের কাহিনীর কিছুটা মিল পাওয়া যায়।[১][২]

বাজি
পোস্টার
পরিচালকগুরু দত্ত
প্রযোজকদেব আনন্দ
রচয়িতাবলরাজ সাহনি
চিত্রনাট্যকারবলরাজ সাহনি
কাহিনিকারগুরু দত্ত
বলরাজ সাহনি
শ্রেষ্ঠাংশেদেব আনন্দ
গীতা বালি
কল্পনা কার্তিক
সুরকারশচীন দেব বর্মণ
চিত্রগ্রাহকভি. রাত্রা
সম্পাদকওয়াই. জি. চৌহান
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকনবকেতন ফিল্মস
মুক্তি
  • ১ জুলাই ১৯৫১ (1951-07-01)
দেশভারত
ভাষাহিন্দি

চলচ্চিত্রটিতে দেব আনন্দ ছাড়াও গীতা বালি এবং কল্পনা কার্তিক অভিনয় করেছিলেন; শচীন দেব বর্মণের সুর করা চলচ্চিত্রটির গানগুলো দারুণ জনপ্রিয় ছিলো।[৩] চলচ্চিত্রটিকে দেব আনন্দ অভিনীত অন্যতম সেরা চলচ্চিত্র ধরা হয়।[৪]

অভিনয়ে সম্পাদনা

সঙ্গীত সম্পাদনা

শচীন দেব বর্মণ চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালক ছিলেন।

সংখ্যা গান কণ্ঠশিল্পী(গণ)
সুনো গাজর ক্যায়া গায়ে গীতা দত্ত
দেখ কে আকেলি মোহে বারখা সাতায়ে গীতা দত্ত
ইয়ে কৌন আয়া কি মেরি দিল কি দুনিয়া মেঁ গীতা দত্ত
তদবীর সে বিগড়ি হুয়ি তকদীর বানা লে গীতা দত্ত
আজ কি রাত পিয়া গীতা দত্ত
তুম ভি না ভুলো বলম গীতা দত্ত
শারমায়ে কাহে ঘাবরায়ে কাহে শমসাদ বেগম
মেরে লাবোঁ পে ছিপে কিশোর কুমার

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Baazi (1951)" 
  2. "Baazi (1951)" 
  3. "Remembering Dev Anand: Ten Evergreen Songs of the Debonair Lover Boy"thewire.in। ২৬ সেপ্টেম্বর ২০১৮। 
  4. Devesh Sharma (২৬ সেপ্টেম্বর ২০২০)। "Best Dev Anand Movies"filmfare.com 

বহিঃসংযোগ সম্পাদনা