বাংলাদেশ জাতীয় ভূগোল সমিতি

বাংলাদেশ জাতীয় ভূগোল সমিতি বাংলাদেশের পেশাদার ভূগোলবিদদের একটি জাতীয় সংস্থা।[১][২]

বাংলাদেশ জাতীয় ভূগোল সমিতি
গঠিত১৯৭৩; ৫১ বছর আগে (1973)
আইনি অবস্থাসক্রিয়
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা

ইতিহাস সম্পাদনা

১৯৭৩ সালে ঢাকায় বাংলাদেশের ভূগোলবিদরা বাংলাদেশ জাতীয় ভূগোল সমিতি প্রতিষ্ঠা করেন। এটি ‘জার্নাল অব বাংলাদেশ জিওগ্রাফিকাল এসোসিয়েশন’ নামে একটি একাডেমিক গবেষণাপত্র প্রকাশ করে। সমিতিটি একটি বিশেষায়িত ভূগোল গ্রন্থাগার পরিচালনা করে। সদস্যদের চাঁদা এবং গবেষণাপত্র বিক্রয়ের মাধ্যমেই সমিতিটি পরিচালিত হয়। বর্তমানে এর ৬০০ এর বেশি সদস্য রয়েছে।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Int'l geographical conference held at JU"New Age (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০২০ 
  2. Kosinski, L. A.; Elahi, K. M. (৬ ডিসেম্বর ২০১২)। Population Redistribution and Development in South Asia (ইংরেজি ভাষায়)। Springer Science & Business Media। পৃষ্ঠা 33। আইএসবিএন 978-94-009-5309-3 
  3. মেসবাহ-উস-সালেহীন (২০১২)। "বাংলাদেশ জাতীয় ভূগোল সমিতি"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 

বহিঃসংযোগ সম্পাদনা