বস্তির রানী সুরিয়া

২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি চলচ্চিত্র

বস্তির রানী সুরিয়া হচ্ছে ২০০৪ সালের একটি বাংলাদেশী অপরাধধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ও চিত্রনাট্য লিখেছেন মনতাজুর রহমান আকবর এবং কাহিনী ও প্রযোজনা করেছেন মনোয়ার হোসেন ডিপজল। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, সাদিকা পারভিন পপি, ডিপজলমিশা সওদাগর[১] ২০০৫ সালে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড এই সিনেমার সনদ স্থায়ীভাবে বাতিল করে ও পুরো বাংলাদেশে এর প্রদর্শন নিষিদ্ধ করে।[২] তবে ছবিটি বক্সঅফিসে ব্যবস্যাসফল হয়।

বস্তির রানী সুরিয়া
বস্তির রানী সুরিয়া চলচ্চিত্রের পোস্টার
পরিচালকমনতাজুর রহমান আকবর
প্রযোজকমনোয়ার হোসেন ডিপজল
রচয়িতাযোশেফ শতাব্দী (সংলাপ)
চিত্রনাট্যকারমনতাজুর রহমান আকবর
কাহিনিকারমনোয়ার হোসেন ডিপজল
শ্রেষ্ঠাংশে
সুরকারআলী আকরাম শুভ
চিত্রগ্রাহকলাল মোহাম্মদ
সম্পাদকআমজাদ হোসেন
পরিবেশকপপি ফিল্মস
মুক্তি১৫ নভেম্বর ২০০৪
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
নির্মাণব্যয়৮০ লাখ

কাহিনী সংক্ষেপ সম্পাদনা

গ্রামের এক মোড়লের লম্পট ছেলের দ্বারা তরুণী বয়সেই ধর্ষিতা হয় সুরিয়া (পপি)। সাথে সাথে সেই ছেলেটিকে আখ দিয়ে খুন করে শহরের এক বস্তির সর্দারনী হয়ে যায় সে। যেখানেই নারী নির্যাতন সেখানেই সে ঝাপিয়ে পড়ে।

অভিনয়শিল্পী সম্পাদনা

পর্যালোচনা সম্পাদনা

২০০৫ সালে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড এই সিনেমার সনদ স্থায়ীভাবে বাতিল করে ও পুরো বাংলাদেশে এর প্রদর্শন নিষিদ্ধ করে।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "পপির একশন মুভি// বস্তির রানি সুরাইয়া//"। YouTube। সংগ্রহের তারিখ 27-02-2017  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "স্থায়ীভাবে বাতিলকৃত চলচ্চিত্রসমূহ"। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। সংগ্রহের তারিখ 24-04-2017  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ সম্পাদনা