বজরা ইউনিয়ন, সোনাইমুড়ি

নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার একটি ইউনিয়ন

বজরা বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত সোনাইমুড়ি উপজেলার একটি ইউনিয়ন

বজরা
ইউনিয়ন
৭নং বজরা ইউনিয়ন পরিষদ
বজরা চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
বজরা
বজরা
বজরা বাংলাদেশ-এ অবস্থিত
বজরা
বজরা
বাংলাদেশে বজরা ইউনিয়ন, সোনাইমুড়ির অবস্থান
স্থানাঙ্ক: ২৩°০′৭″ উত্তর ৯১°৫′৫৯″ পূর্ব / ২৩.০০১৯৪° উত্তর ৯১.০৯৯৭২° পূর্ব / 23.00194; 91.09972 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলানোয়াখালী জেলা
উপজেলাসোনাইমুড়ি উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আসন২৬৮ নোয়াখালী-১
সরকার
 • চেয়ারম্যানমিরন-অর-রশীদ (বাংলাদেশ আওয়ামী লীগ)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৮২৪ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

জনসংখ্যা সম্পাদনা

অবস্থান ও সীমানা সম্পাদনা

সোনাইমুড়ি উপজেলার দক্ষিণাংশে বজরা ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে সোনাপুর ইউনিয়ন, উত্তরে নদনা ইউনিয়নসোনাইমুড়ি পৌরসভা, পূর্বে বারগাঁও ইউনিয়ননাটেশ্বর ইউনিয়ন এবং দক্ষিণে বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নমিরওয়ারিশপুর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

বজরা ইউনিয়ন সোনাইমুড়ি উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সোনাইমুড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৮নং নির্বাচনী এলাকা নোয়াখালী-১ এর অংশ।

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

৭ নং বজরা ইউনিয়ন পরিষদে ৩ টি মাধ্যমিক বিদ্যালয় ৮ টি প্রাইমারি স্কুল ১২ টি মাদ্রাসা রয়েছে।

যার মধ্যে বজরা বহুমূখী উচ্চ বিদ্যালয় অন্যতম।

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

বজরা ইউনিয়নে ৩ টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে

১. বজরা বহুমূখী উচ্চ বিদ্যালয়।

২. ছঁনগাও বালিকা উচ্চ বিদ্যালয়।

৩. রশিদপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়।


যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

বজরা ইউনিয়নের মধ্যে দিয়ে ঢাকা-নোয়াখালি হাইওয়ে এবং ঢাকা নোয়াখালী রেলওয়ে অবস্থিত। এখানে বজরা রেলওয়ে স্টেশনের অবস্থান যেখানে আন্তঃনগর উপকূল এক্সপ্রেস যাত্রাবিরতি করে। বজরা হাইওয়ের পশ্চিমে সোনাইমুড়ী এবং পূর্বে চৌরাস্তা অবস্থিত।

খাল ও নদী সম্পাদনা

হাট-বাজার সম্পাদনা

বজরা ইউনিয়নের সব থেকে বড় বাজারটি বজরা স্কুল রোডে অবস্থিত। যেখানে নিত্য প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায়। এছাড়া অসংখ্য ছোট বাজার রয়েছে। সাপ্তাহিক ২ দিন (বৃহঃস্পতিবার, রবিবার) স্কুল রোড বাজারে হাঁট বসে।

দর্শনীয় স্থান সম্পাদনা

  • বজরা শাহী মসজিদ
  • সাকিরপুর কাচারি
  • বজরা বহুমূখী উচ্চ বিদ্যালয় শহিদ মিনার
  • বজরা রেল স্টেশন
  • ছঁনগাও মাওলানা সাহেবের বাড়ি

জনপ্রতিনিধি সম্পাদনা

চেয়ারম্যান : জনাব মিরন-অর-রশীদ এমএ

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা