বকুল কথা জি বাংলায় সম্প্রচারিত একটি জনপ্রিয় টিভি ধারাহিক, যা ২০১৭ সালের ৪ ডিসেম্বর থেকে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রচারিত হয়। এই ধারাবাহিকে অভিনয় করেছেন ঊষসী রায়, হনি বাফানা, উপনীতা ব্যানার্জী, শুভজিৎ কার সহ আরো অনেকে। এই ধারাবাহিকটি মূলত জি সার্থক এর সিন্দুরা বিন্দু ধারাবাহিকের পুনর্নির্মাণ।

বকুল কথা
বকুল কথা সিরিয়ালের পোস্টার
পরিচালকবাবু বণিক
অভিনয়েঊষসী রায়
হনি বাফানা
উপনীতা ব্যানার্জী
আবহ সঙ্গীত রচয়িতাসাত্যকি
বিরসা দাশগুপ্ত
মূল দেশ ভারত
মূল ভাষাবাংলা
পর্বের সংখ্যা৬৭৪
নির্মাণ
প্রযোজকসুন্নী ঘোষ রায়
স্নিগ্ধ বসু
ব্যাপ্তিকালপ্রায় ২২ মিনিট
মুক্তি
মূল নেটওয়ার্কজি বাংলা
মূল মুক্তির তারিখ৪  ডিসেম্বর ২০১৭ –
১ ফেব্রুয়ারি ২০১৯
ক্রমধারা
পূর্ববর্তীবিকেলে ভোরের ফুল
পরবর্তীফিরকি

কাহিনী সম্পাদনা

বকুল বারাসাতের একটি মেয়ে যে ছেলেদের মত আচরণ করে ।তার দিদি, বর্ষা, যার সাথে নায়ক ঋষির বিয়ে ঠিক হয় । কিন্তু, বর্ষা কুনালের সাথে পালিয়ে যায় ও তাকে বিয়ে করে ।তাই, ঘটনাক্রমে বকুলের সাথে ঋষির বিয়ে হয়। বকুলের ছেলেদের মত আচরণ ঋষির অপছন্দনীয় ছিল । পরবর্তীতে, সকলে বুঝতে পারে যে, বকুলের সহজ সরল মন রয়েছে এবং সে সকলকে মন থেকে ভালবাসে ।এরপর ঋষি হয়ে যায় তার সবচেয়ে প্রিয় বন্ধু ।

একদিন বকুল জানতে পারে, তার বাবা,একজন সৎ পুলিশ অফিসার, যিনি কিছু বছর আগে মারা যান, তাঁকে খুন করা হয়েছিল । এরপর বকুল প্রতিজ্ঞা করে যে, সে তার বাবার খুনিদের খুঁজে বের করে শাস্তি দেবে । এরপর সে পুলিশ হয় এবং প্রধান আসামি রজতভ রক্ষীতকে প্রমাণসহ খুঁজে বের করে শাস্তি দেয় ।

এরপর পুলিশ হিসেবে সে সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন অপরাধীদের শাস্তি দেয় ।এসকল কাজে ঋষি বকুলের পাশে থাকে।

অন‍্যদিকে, বকুলের বোন, বর্ষা যে শ্বশুর বাড়িতে শান্তিতে থাকতে পারে নি, সে বকুলের সুখের সংসারের কথা জানতে পারে । সে ভাবে এসকল কিছু তার পাওয়া উচিত ছিল ।বকুলের জন্য সে কষ্টের জীবন যাপন করছে। তাই, সে বকুলের ক্ষতি করার চেষ্টা করে ।সে কিছু সন্ত্রাসীদের সাথে বন্ধুত্ব করে যারা বকুলের জন‍্য পাচার চক্রান্তে সফল হচ্ছে না । এসময় বকুলের শ্বশুর খুন হয় ।যাইহোক, ঋষির সাহায্যে এবারেও সে জয়লাভ করে।

অভিনয়ে সম্পাদনা

চরিত্র অভিনয়ে
বকুল রায় ঊষসী রায়
ঋষি রায় হানি বাফনা
বর্ষা বসু উপনীতা বন্দ্যোপাধ্যায়
কুনাল বসু শুভজিৎ কর
গায়েত্রী সান‍্যাল অনুরাধা রায়
লাজবন্তী সান‍্যাল সোহিনী সান‍্যাল/সংযুক্তা রায় চৌধুরী
শেখর রায় সুমন্ত মুখোপাধ্যায়
অঞ্জলী রায় শাস্বতী গুহঠাকুরতা
সমর রায় অরিন্দম বন্দ্যোপাধ্যায়
রাগিনী রায় মল্লিকা মজুমদার
রোহন রায় শুভ্রজিৎ দত্ত
অদিতি রায় অর্পিতা মুখোপাধ্যায়
রোশনি বন্দ্যোপাধ্যায় শ্রেয়সী সামন্ত
সৌরভ বন্দ্যোপাধ্যায় সুতীর্থ সাহা/রাজকুমার দত্ত
ডাব্বু ঐশিক মুখোপাধ্যায়
এশা চট্টোপাধ্যায় অমৃতা দেবনাথ
দীপ চট্টোপাধ্যায় অর্নব চৌধুরী
রজতাভ রক্ষিত বিপ্লব বন্দ্যোপাধ্যায়
অরুনভ রক্ষিত নীল চট্টোপাধ্যায়
ইন্সপেক্টর অগ্নিজিৎ রায় বীরেশ চক্রবর্তী
টুম্পা গোপা নন্দী
শিখা উমা বর্ধন

পুনর্নির্মাণ সম্পাদনা

বাংলায় এর অধিক জনপ্রিয়তার কারণে, অন্যান্য ভাষায় এর পুনর্নির্মাণ করা হয় ।

•সাথ‍্য - জি তামিল

•সূর্যকন্ঠম - জি তেলুগু

•সাথ এন্না পেনকুট্টি - জি কেরালাম

•মিথুন রাশি - কালার্স কন্নড়

• মিত - জি টিভি

তথ্যসূত্র সম্পাদনা

1.http://www.newstechcafe.com/2017/12/bokul-kotha-on-zee-bangla-tv-plot.html#axzz52SrbmNOy

2.http://www.tellychakkar.com/tv/tv-news/wedding-drama-zee-bangla-s-bokul-kotha-180202