ফরাসি ভাষা ফ্রান্সের একমাত্র সরকারি ভাষা। এখানকার ৯০%-এরও বেশি লোক ফরাসি ভাষাতে কথা বলে। এছাড়া বাস্ক, ব্রেটন (Brezhoneg ব্রেজ়োঁনেক্‌), কাতালান (Català), অক্সিতঁ/উৎসিতা (Occitan), কর্সু (Corsu), ফ্রাঙ্কো-প্রোভঁসাল (Arpitan), আঞ্চলিক ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। এছাড়া বেশ কয়েক লক্ষ অক্সিটান ব্যবহারকারী দক্ষিণ ফ্রান্সে বসবাস করেন। সীমান্তবর্তী আলজাস-লোরেন ও ভেস্টহুক এলাকাতে জার্মান ভাষার আলসাসীয় ও লরেনীয় উপভাষা, এবং পশ্চিমাঞ্চলিক ফ্লেমিশও (বেলজীয় ওলন্দাজ) প্রচলিত। ফ্রান্সে বহিরাগত অভিবাসী সম্প্রদায়ের মধ্যে আরবি, আর্মেনীয়, ইতালীয়, কাবিলে, পর্তুগিজ, তুর্কি এবং ওলোফ প্রচলিত। এছাড়া জিপসি বা রোমানিও প্রচলিত।

ফ্রান্সের[১] ভাষা

আঞ্চলিক ভাষাসমূহ
সরকারী ভাষা(সমূহ) ফরাসি
আঞ্চলিক ভাষা(সমূহ) আলজাসীয়; বাস্ক; ব্রেটন; কাতালান; কর্সু; পশ্চিম ফ্লেমিশ; ফ্রাংকো-প্রোভঁসাল; লোরেন ফ্রাংকোনীয় ভাষা, অক্সিতঁ; অইল ভাষাসমূহ (ফরাসি বাদে)
প্রধান অভিবাসী ভাষা(সমূহ) মাগরেবী আরবি; পর্তুগিজ; ইতালীয়; স্পেনীয়
প্রধান বিদেশী ভাষা(সমূহ) ইংরেজি (৩৬%)
স্পেনীয় (১৩%)
জার্মান (৮%)
প্রতীকী ভাষা(সমূহ) ফরাসি প্রতীকী ভাষা
সাধারণ কীবোর্ড লেআউট(সমূহ)
AZERTY

তথ্যসূত্র সম্পাদনা

  1. http://ec.europa.eu/public_opinion/archives/ebs/ebs_243_en.pdf

বহিঃসংযোগ সম্পাদনা