ফেরদৌস আরা

বাংলাদেশী গায়িকা

ফেরদৌস আরা একজন বাংলাদেশী জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পী।

ফেরদৌস আরা
জন্ম
[ ব্রান্মনবারিয়া], বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ব বাংলাদেশ
পেশাসঙ্গীত শিল্পী, উপস্থাপনা, অধ্যাপনা
পরিচিতির কারণনজরুল সঙ্গীত
পুরস্কারবাচসাস পুরস্কার (২০০৫),
নজরুল পুরস্কার (২০১৬)

প্রাথমিক জীবন সম্পাদনা

ফেরদৌস আরার পিতা এ.এইচ.এম. আবদুল হাই এবং মাতা মোশাররেফা বেগম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্স এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।[১]

কর্মজীবন সম্পাদনা

ফেরদৌস আরা বাংলাদেশ বেতারবাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী। নজরুল সংগীত শিল্পী হিসেবেই সুপরিচিত হলেও মিউজিক কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন অধ্যাপনা, নজরুল ইনস্টিটিউটে নজরুল সংগীতের প্রশিক্ষক, সঙ্গীত অনুষ্ঠান উপস্থাপনা, লেখালেখি, সিনেমা প্লে-ব্যাক সহ নানা প্রতিযোগিতায় বিচারকের কাজ করছেন ফেরদৌস আরা।[২] সঠিকভাবে নজরুল এবং উচ্চাঙ্গ সঙ্গীতচর্চার জন্য তিনি ২০০০ সালে ঢাকার মোহাম্মদপুরস্থ হুমায়ুন রোডে গড়ে তোলেন সঙ্গীত প্রতিষ্ঠান সুরসপ্তক

ব্যক্তিগত জীবন সম্পাদনা

তিনি ড. রফিকুল মুহাম্মেদ এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ।[৩]

ডিস্কোগ্রাফি সম্পাদনা

১৯৮৫ সালে সারগাম থেকে তার প্রথম অ্যালবাম ’পথহারা পাখি’ বের হয়।[৪]

পুরস্কার ও স্বীকৃতি সম্পাদনা

 
২০১৭ সালে ফেরদৌস আরা
বাচসাস পুরস্কার
প্রদানের বছর বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র
২০০৬ বিশেষ সম্মাননা - সঙ্গীত - বিজয়ী [৫]
টেলিভিশন রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ট্রাব) পুরস্কার
প্রদানের বছর বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র
২০১৮ বিশেষ সম্মাননা - বিজয়ী [৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. FERDOUS ARA, The Daily Star, 3 June 2017
  2. "নাচে আমি দ্বিতীয় হইনি : ফেরদৌস আরা"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৯ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ২০১৮-০১-৩০ 
  3. http://www.dainikazadi.org/details2.php?news_id=3362&table=january2014&date=2014-01-30&page_id=25[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২১ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৬ 
  5. "34th BACHSAS Award announced"দ্য ডেইলি স্টার। ১৯ সেপ্টেম্বর ২০০৬। ১৭ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২০ 
  6. "প্রদান করা হলো ট্রাব অ্যাওয়ার্ড- ২০১৭"দৈনিক ইত্তেফাক। ২০ ফেব্রুয়ারি ২০১৮। ১৫ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২০ 
  7. "নিউহাম ওয়েলফেয়ার ট্রাস্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন ফেরদৌস আরা"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৭ মে ২০১১। সংগ্রহের তারিখ ২০১৮-০১-৩০ 
  8. "নজরুল পুরস্কার পেলেন তিন শিল্পী"bdnews24.com। ২৮ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ২০১৮-০১-৩০ 

বহিঃসংযোগ সম্পাদনা