ফুটবল ক্লাব অসিয়েক

পেশাদার ফুটবল ক্লাব

নগোমেতনি ক্লুব অসিয়েক (ক্রোয়েশীয়: Nogometni Klub Osijek, ইংরেজি: FC Osijek; এছাড়াও ফুটবল ক্লাব অসিয়েক, এফসি অসিয়েক অথবা শুধুমাত্র অসিয়েক নামে পরিচিত) হচ্ছে অসিয়েক ভিত্তিক একটি ক্রোয়েশীয় পেশাদার ফুটবল ক্লাব।[৩] এই ক্লাবটি বর্তমানে ক্রোয়েশিয়ার শীর্ষ স্তরের ফুটবল লীগ ক্রোয়েশীয় প্রথম ফুটবল লীগে খেলে। এই ক্লাবটি ১৯৪৭ সালের ২৭শে ফেব্রুয়ারি তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এফসি অসিয়েক তাদের সকল হোম ম্যাচ অসিয়েকের স্তাদিওন গ্রাদস্কি ভ্রতে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১৭,০৬১। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইভিৎসা কুলেশেভিচ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ইভান মেশত্রোভিচ। ক্রোয়েশীয় রক্ষণভাগের খেলোয়াড় মিলে শকোরিচ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৪]

অসিয়েক
পূর্ণ নামনগোমেতনি ক্লুব অসিয়েক
ডাকনামবিয়েলো-প্লাভি (নীল-সাদা)
সংক্ষিপ্ত নামওএসআই
প্রতিষ্ঠিত২৭ ফেব্রুয়ারি ১৯৪৭; ৭৭ বছর আগে (1947-02-27)
মাঠস্তাদিওন গ্রাদস্কি ভ্রত[১]
ধারণক্ষমতা১৭,০৬১
মালিকক্রোয়েশিয়া লরিনৎস মেসজারোস
ক্রোয়েশিয়া ইভান মেশত্রোভিচ
সভাপতিক্রোয়েশিয়া ইভান মেশত্রোভিচ
ম্যানেজারক্রোয়েশিয়া ইভিৎসা কুলেশেভিচ[২]
লিগক্রোয়েশীয় প্রথম ফুটবল লীগ
২০১৮–১৯৩য়
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, এফসি অসিয়েক এপর্যন্ত ৬টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৫টি যুগোস্লাভ দ্বিতীয় লীগ এবং ১টি ক্রোয়েশীয় কাপ শিরোপা রয়েছে।

অর্জন সম্পাদনা

বিজয়ী (৫): ১৯৫২–৫৩, ১৯৬৯–৭০, ১৯৭২–৭৩, ১৯৭৬–৭৭, ১৯৮০–৮১
বিজয়ী (১): ১৯৯৮–৯৯
রানার-আপ (১): ২০১১–১২

তথ্যসূত্র সম্পাদনা

  1. "স্টেডিয়াম"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০ 
  2. "কর্মকর্তা"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০ 
  3. "ক্লাবের অবস্থান"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০ 
  4. "ফুটবল ক্লাব অসিয়েক: বর্তমান দল"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:ফুটবল ক্লাব অসিয়েক টেমপ্লেট:ক্রোয়েশীয় প্রথম ফুটবল লীগ