ফারগানা কিপচাক ভাষা

ফারগানা কিপচাক বা কিপচাক উজবেক একটি বিলুপ্ত তুর্কীয় ভাষা যেটি অতীতে মধ্য এশিয়ার ফারগানা উপত্যকায় ব্যবহৃত হতো। এটি পূর্ব কিপচাক থেকে অষ্টম শতাব্দীর মাঝামাঝি সময়ে বিভক্ত হয়েছিল (দক্ষিণের আলতাই ভাষা সম্ভবত আরও পুর্বেই বিভক্ত হয়েছিল)। অন্যান্য পূর্ব কিপচাক উপভাষাগুলি আধুনিক কিরগিজ ভাষার জন্ম দিয়েছে। ফারগানা প্রদেশের কিছু অঞ্চলে কিপচাকের বৈশিষ্ট্য দেখা যায়, বিশেষত ধ্বনিগঠনে। এই অঞ্চলগুলি হলো বাগদাদ, বুভায়দা, উচকোপ্রিক এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলির কিছু অংশ। ইয়েভগেনি পোলিভানভের মতে, ১৯২০-র দশকের শেষের দিক অবধিও ফেরগানা কিপচাক পৃথক ভাষা হিসাবে বিদ্যমান ছিল। আলেকজান্দার সামোয়লোভিচের সর্বশেষ গবেষণা অনুযায়ী, ফারগানা কিপচাকদের কিছু বংশধর নিজেদের উজবেক, কাজাখ বা কিরগিজ জাতিগুলিরে থেকে স্বাধীন একটি পৃথক জাতিগত গোষ্ঠী হিসাবে শনাক্ত করে থাকে। কিছু আধুনিক ফারগানা কিপচাক উপভাষা তুর্কীয় ভাষাসমূহের কিপচাক-নোগায় গোষ্ঠীর সাথে নিবিড়ভাবে সম্পর্কিত বলে মনে হয়।

ফারগানা কিচপচাক
Färğona tili/Фәрғона тили
অঞ্চলমধ্য এশিয়া (ফারগানা উপত্যকা)
বিলুপ্ত১৯২০
তুর্কীয়
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-৩qwm
ভাষাবিদ তালিকা
qwm
গ্লোটোলগNone

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা