ফাউদ বাক্কাস

ওয়েস্ট ইন্ডিয়ান ও মার্কিন ক্রিকেটার

শেখ ফাউদ আহামুল ফাসিয়েল বাক্কাস (ইংরেজি: Faoud Bacchus; জন্ম: ৩১ জানুয়ারি, ১৯৫৪) গায়ানার জর্জটাউনে জন্মগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিজের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার ও কোচ।[১] ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের পক্ষে টেস্ট ও একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন তিনি। ১৯৭৮ থেকে ১৯৮৩ সময়কালে সংক্ষিপ্ত সময়ের জন্যে ওয়েস্ট ইন্ডিজে পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন।

ফাউদ বাক্কাস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামশেখ ফাউদ আহামুল ফাসিয়েল বাক্কাস
জন্ম (1954-01-31) ৩১ জানুয়ারি ১৯৫৪ (বয়স ৭০)
জর্জটাউন, গায়ানা
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম পেস
ভূমিকাব্যাটসম্যান, কোচ
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১৭১)
১৫ এপ্রিল ১৯৭৮ বনাম অস্ট্রেলিয়া
শেষ টেস্ট৩০ জানুয়ারি ১৯৮২ বনাম অস্ট্রেলিয়া
ওডিআই অভিষেক
(ক্যাপ ২৩)
২২ ফেব্রুয়ারি ১৯৭৮ বনাম অস্ট্রেলিয়া
শেষ ওডিআই২৫ জুন ১৯৮৩ বনাম ভারত
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৭১-১৯৮০ডেমেরারা
১৯৭২-১৯৮৩গায়ানা
১৯৮৪-১৯৮৫ওয়েস্টার্ন প্রভিন্স
১৯৮৫-১৯৮৬বর্ডার
১৯৮৫-১৯৮৬ইম্পালাস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ১৯ ২৯ ১১১ ৬৬
রানের সংখ্যা ৭৮২ ৬১২ ৫,৯৪৪ ১,৮৭১
ব্যাটিং গড় ২৬.০৬ ২৬.৬০ ৩৫.১৭ ৩৩.৪১
১০০/৫০ ১/৩ ০/৩ ৮/৩৭ ১/১২
সর্বোচ্চ রান ২৫০ ৮০* ২৫০ ১৩২
বল করেছে ৪৭০ ৯৬
উইকেট
বোলিং গড় ২৪.৬২ ১৬.৫০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ০/৩ ২/১৮ ৩/২৮
ক্যাচ/স্ট্যাম্পিং ১৭/– ১০/– ৮৮/– ১৮/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১২ জুন ২০১৫

দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান ছিলেন। পাশাপাশি মিডিয়াম-পেস বোলিংয়ে পারদর্শী। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র ক্রিকেট দলে খেলেছেন তিনি। ঘরোয়া প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে ডেমেরারা ও গায়ানা এবং দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ওয়েস্টার্ন প্রভিন্স, বর্ডার ও ইম্পালাস দলে প্রতিনিধিত্ব করেছেন ফাউদ বাক্কাস

খেলোয়াড়ী জীবন সম্পাদনা

২৪ বছর বয়সে ১৫ এপ্রিল, ১৯৭৮ তারিখে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে তার টেস্ট অভিষেক ঘটে। ১৯৭৭-৭৮ মৌসুমে দলের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। তবে ১৯৭৮-৭৯ মৌসুমে ভারতের বিপক্ষে তিনি উল্লেখযোগ্য সফলতা লাভ করেন। দ্বিতীয় টেস্টে ৯৬ ও ৬ষ্ঠ টেস্টে নিজস্ব সর্বোচ্চ ও একমাত্র সেঞ্চুরি (২৫০) করেন। কিন্তু পরবর্তী ১৯ টেস্টে তার গড় রান ছিল মাত্র ২৬.০৬। তন্মধ্যে ৭বার শূন্য রান পেয়েছেন। ফলশ্রুতিতে ১৯৮১-৮২ মৌসুমে অস্ট্রেলিয়া সফর থেকে বাদ পড়েন।

১৯৭৭ থেকে ১৯৮৩ সময়কালে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২৯টি একদিনের আন্তর্জাতিকে অংশ নেন। ২৬.৬০ গড়ে সর্বোচ্চ রান তোলেন ৮০। তাসত্ত্বেও, দুইবার ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন।[২][৩] ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপের সদস্য থাকা অবস্থায় রানার্স-আপ হয় তার দল।

যুক্তরাষ্ট্রে অভিবাসন সম্পাদনা

পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান ও মার্কিন দলে অধিনায়কত্ব করেন। ১৯৯৭ ও ২০০১ সালের আইসিসি ট্রফি প্রতিযোগিতায় অংশ নেন তিনি।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Williamson, Martin। "Faoud Bacchus's Cricinfo Profile"Cricinfo। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৫ 
  2. "1981–1982 Benson & Hedges World Series Cup – 13th Match – Pakistan v West Indies – Brisbane"। Howstat। ১০ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৫ 
  3. "1983 Prudential World Cup – 24th Match – West Indies v Zimbabwe – Birmingham"। Howstat। ১০ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৫ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা