প্রেম হরি বর্মন (? -১৯৭২) ছিলেন পূর্ববঙ্গের দিনাজপুর জেলা তফসিলি সম্প্রদায়ের নেতা।

প্রেমহরি বর্মন
প্রেমহরি বর্মন
মৃত্যু১৯৭২

জীবনী সম্পাদনা

প্রেমহরি বর্মন দিনাজপুরের এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন তফসিলি সম্প্রদায় থেকে আসা বারের প্রথম আইনজীবী।

প্রেমহরি বর্মন ১৯৩৬ সালের বঙ্গীয় আইনসভা নির্বাচনে দিনাজপুর থেকে নির্বাচিত হন। ১৯৪২ সালে তিনি প্রাদেশিক আইন সভায় মন্ত্রী পদ লাভ করেন। ১৯৪৬ সালের বঙ্গীয় আইনসভা নির্বাচনে, তিনি মুসলিম লীগের সাথে সমন্বিতভাবে নির্বাচনে অংশ নেন। এই নির্বাচনে তিনি তফশিলী সম্প্রদায়ের পক্ষ থেকে নির্বাচনে জয়ী হন।[১] পরের বছর, তিনি পাকিস্তানের ১ম জাতীয় পরিষদের সদস্য হন।

প্রেমহরি বর্মন ১৯৭২ খ্রীষ্টাব্দে মৃত্যুবরণ করেন।[২][৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "দিনাজপুর জেলা তথ্য বাতায়ন"। দিনাজপুর জেলা প্রশাসন। ১ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০১২ 
  2. Möller, Ulrika; Schierenbeck, Isabell (২০১৪)। Political Leadership, Nascent Statehood and Democracy: A comparative study (ইংরেজি ভাষায়)। রুটলেজ। পৃষ্ঠা ৮০। আইএসবিএন 978-1-317-67310-1 
  3. সাঈদ, সাদিয়া (২০১৬)। Politics of Desecularization: Law and the Minority Question in Pakistan (ইংরেজি ভাষায়)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। আইএসবিএন 978-1-107-14003-5। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২০