প্রিন্স অফ ওয়েল্‌স অন্তরীপ

প্রিন্স অফ ওয়েল্‌স অন্তরীপ (ইংরেজি: Cape Prince of Wales) উত্তর-পশ্চিম আলাস্কায় স্টিউয়ার্ড উপদ্বীপে অবস্থিত উত্তর আমেরিকার সর্বপশ্চিম বিন্দু। বেরিং প্রণালী এটিকে পূর্ব রাশিয়ার দেজনিয়ভ অন্তরীপ থেকে বিচ্ছিন্ন করেছে। এখানে আলাস্কার ওয়েলস শহর অবস্থিত। শহরটিতে মাত্র ১৫২ জন লোক বাস করেন; বেশির ভাগই আদিবাসী আমেরিকান।

মানচিত্রে প্রিন্স অফ ওয়েল্‌স অন্তরীপ