প্রথম সাদেত গিরায় খান

প্রথম সাদেত গিরায় খান (১৪৯৪-১৫৩৮) ১৫২৪ থেকে ১৫৩২ সাল পর্যন্ত ক্রিমিয়ান খানাতের খান ছিলেন।

প্রথম সাদেত গিরায় খান

জীবন সম্পাদনা

তার পিতা মেংলি গিরায় খান, পিতার মৃত্যুর পর তার ভাই প্রথম মেহমেদ গিরায় খান ক্রিমিয়ান খানাতের খান হন। ভাই মেহমেদ গিরায় খানের পর খান হন মেহমেদ গিরায়ের পুত্র প্রথম গাজি গিরায় খান হন। গাজি গিরায়ের পর ১৫২৪ সালে খান হন প্রথম সাদেত গিরায় খান। ১৫৩৮ সালে তার মৃত্যুর পর খান হন ভাই মেহমেদ গিরায়ের পুত্র প্রথম ইসলাম গিরায় খান।