প্রতিফলন অনুপাত (ইংরেজি ভাষায় Albedo) হচ্ছে কোন প্রতিফলন পৃষ্ঠের উপর আপতিত এবং তা থেকে বিক্ষিপ্ত তড়িৎচৌম্বক বিকিরণের একটি অনুপাত। এখানে তড়িৎচৌম্বক বিকিরণ অর্থে সাধারণত আলো ব্যবহৃত হয়। এটি একবিহীন এবং কোন বস্তুর পৃষ্ঠের প্রতিফলন ক্ষমতার (Reflectivity) পরিমাপক।[১]

Percentage of reflected sun light in relation to various surface conditions of the earth

তথ্যসূত্র সম্পাদনা

  1. Data, My NASA (২০২০-০৮-১০)। "What is Albedo?"My NASA Data (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৯