পূর্ব কার্বি আংলং জেলা

আসাম রাজ্যের একটি জেলা

পূর্ব কার্বি আংলং জেলা আসামের ২০১১ শেষ জনগণনা পরবর্তী একটি নতুন জেলা৷ ২০১৬ খ্রিস্টাব্বে পূর্বতন কার্বি আংলং জেলা থেকে নতুন জেলাটি গঠিত হয়৷ জেলাটির জেলাসদর ডিফু শহরে অবস্থিত৷[১] ভারতীয় সংবিধানের ষষ্ঠ তফশিল অনুযায়ী এটি কার্বি আংলং স্বায়ত্ত্বশাসিত সংগঠনের আওতাভুক্ত৷

পূর্ব কার্বি আংলং জেলা
আসামের জেলা
আসামে পূর্ব কার্বি আংলংয়ের অবস্থান
আসামে পূর্ব কার্বি আংলংয়ের অবস্থান
দেশভারত
রাজ্যআসাম
প্রশাসনিক বিভাগকেন্দ্রীয় আসাম
সদরদপ্তরডিফু
মহকুমাডিফু, বোকাজান
সরকার
 • লোকসভা কেন্দ্রস্বায়ত্বশাসিত জেলা
 • বিধানসভা আসন
স্থানাঙ্ক১৭°২১′ উত্তর ৭৫°১০′ পূর্ব / ১৭.৩৫° উত্তর ৭৫.১৬° পূর্ব / 17.35; 75.16 - ১৮°১৯′ উত্তর ৭৬°০৯′ পূর্ব / ১৮.৩২° উত্তর ৭৬.১৫° পূর্ব / 18.32; 76.15

নামকরণ সম্পাদনা

ইতিহাস সম্পাদনা

ভূপ্রকৃৃতি সম্পাদনা

অর্থনীতি সম্পাদনা

প্রশাসনিক পরিকাঠামো সম্পাদনা

ভাষা সম্পাদনা

কার্বি ভাষা এই জেলাতে সর্বাধিক প্রচলিত ভাষা৷ ইংরাজী, অসমীয়াহিন্দি ভাষার লোক ও এই জেলাতে বহুসংখ্যক৷ জেলাটিতে একাধিক জনজাতির বাস, যা এটিকে একটি বহুভাষিক বহুসাংস্কৃতিক জেলাতে উন্নীত করেছে৷ এর মধ্যে কার্বি, তিওয়া, গারো, বোরো উল্লেখ্য৷ নিম্নের পাইচিত্রে জেলাটিতে প্রচলিত ভাষাসমূহ তালিকাবদ্ধ৷

পূর্ব কার্বি আংলং জেলার ভাষাসমূহ- ২০১১[২]

  কার্বি (৪৩.৯৫%)
  বাংলা (১৩.৩৩%)
  অসমীয়া (৯.০৩%)
  বোড়ো (৬.০৪%)
  হিন্দি (৫.৮৭%)
  নেপালি (৪.৬৭%)
  ডিমাসা (২.৬৫%)
  কুকি (১.৩৯%)
  গারো (১.২২%)
  মুন্ডারি (০.৮০%)
  ওড়িয়া (০.৭৩%)
  মণিপুরী (০.৪৬%)
  অন্যান্য (৭.৩৬%)

পরিবহন সম্পাদনা

জেলাসদরটি সড়কপথের মাধ্যমে পার্শ্ববর্তী জনপদগুলির সাথে যুক্ত৷ নিয়মিত জেলাসদর ডিফু থেকে কার্বি আলং স্বায়ত্তশাসন বাস পরিবহন সংস্থার পক্ষ থেকে গুয়াহাটী, হামরেণ, হোজাই প্রভৃতি জায়গার বাস চলাচল করে৷ মেঘালয় পরিবহন সংস্থার পক্ষ থেকে নিয়মিত ডিফু থেকে জোয়াইতে পরিবহন চালু আছে৷ নিকটবর্তী রেলস্টেশনটির নাম হোজাই৷

তথ্যসূত্র সম্পাদনা