পারভেজ হুদভয়

পাকিস্তানী পদার্থবিজ্ঞানী

পারভেজ আমির আলী হুদভয় একজন পাকিস্তানি পরমাণু পদার্থবিজ্ঞানী ও কর্মী। তিনি পাকিস্তানের লাহোর এ অবস্থিত ফরম্যান ক্রিশ্চিয়ান কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ও ইসলামাবাদের কায়েদ-এ-আজম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক।[১][২] এছাড়া তিনি পাকিস্তানে বাকস্বাধীনতা, ধর্মনিরপেক্ষতা, বিজ্ঞানমনস্কতা শিক্ষা ক্ষেত্রের একজন কর্মী।[৩]

পারভেজ হুদভয়
জন্ম (1950-07-11) ১১ জুলাই ১৯৫০ (বয়স ৭৩)
মাতৃশিক্ষায়তনম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি, (এমআইটি)
পরিচিতির কারণপারটন বন্টন তত্ত্ব, ফিল্ড তত্ত্ব(গণিত),ফেনমেনলজি(কণা পদার্থবিজ্ঞান),, সুপার সিমেট্রি, ও বিমূর্ত বীজগণিত
পুরস্কারকলিঙ্গ পুরস্কার(২০০৩)
ফুলব্রাইট পুরস্কার(১৯৯৮)
আবদুস সালাম পুরস্কার(১৯৮৪)
ফয়েজ আহমেদ ফয়েজ পুরস্কার(১৯৯০)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপরমাণু পদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহকায়েদ-এ-আজম বিশ্ববিদ্যালয়
জাতীয় পদার্থবিজ্ঞান কেন্দ্র
ফরম্যান ক্রিশ্চিয়ান কলেজ
পাকিস্তান ভারচুয়াল বিশ্ববিদ্যালয়
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেনআবদুস সালাম,জর্জ বার্নাড শ,বার্ট্রান্ড রাসেল

প্রথম জীবন/শিক্ষা সম্পাদনা

পারভেজ হুদভয় করাচিতে জন্মগ্রহণ করেন। তিনি করাচি গ্রামার স্কুল থেকে ও'লেভেল ও এ"লেভেল পরীক্ষায় ভাল ফলাফল করে উত্তীর্ণ হন।[৪] তারপর একটি বৃত্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গমন করেন। সেখানে তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি তে অধ্যয়ন করে গণিততড়িৎকৌশল বিষয়ে দ্বিত স্নাতক (ডাবল বি.এস.সি) (১৯৭১ সাল)ও পদার্থবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর(এম এস সি) (১৯৭৩ সাল) (সলিড স্টেট পদার্থবিজ্ঞানে বিশেষায়ন সহ) ডিগ্রী লাভ করেন।[৫] দেশে ফিরে তিনি কায়েদ-এ-আজম বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগদান করেন। পরে এময়াইটি থেকেই তিনি ১৯৭৮ সালে পিএইচডি লাভ করেন।[৬]

কর্মজীবন সম্পাদনা

একাডেমিয়া সম্পাদনা

আন্দোলন সম্পাদনা

গবেষণা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. FCC University। "Faculty of Physics at FCC University"fccollege.edu.pk। Forman College University Press। ১৩ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৫ 
  2. "Dr Hoodbhoy at FCC"The Nation। ২০১৬-০৩-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০২-১৭ 
  3. Dangerous delusions-Ertugrul mania.
  4. old.drsohail.com archived at archive.is.at 16 july 2012.retrived 31st December 2013
  5. Dr. Pervez Hoodbhoy.Global Zero. retrieved 1 January 2011.
  6. Geo TV Documentary on Pervez Hoodbhoy