পাবনা ক্যাডেট কলেজ

বাংলাদেশের একটি মিলিটারি উচ্চ বিদ্যালয়

পাবনা ক্যাডেট কলেজ বাংলাদেশের পাবনার একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এটি দেশের প্রাচীন দশটি ক্যাডেট কলেজের মধ্যে অন্যতম; যা ১৯৮১ সালের ৭ আগস্ট 'পাবনা রেসিডেন্সিয়াল মডেল কলেজ' থেকে 'ক্যাডেট কলেজ'-এ রূপান্তরিত হয়। এই কলেজটি পাবনা শহর থেকে ১০ কি.মি. দূরে পাবনা-নগরবাড়ি মহাসড়কের পাশে অবস্থিত।

পাবনা ক্যাডেট কলেজ
পাবনা ক্যাডেট কলেজের লোগো
পাবনা ক্যাডেট কলেজ এর লোগো
অবস্থান
মানচিত্র
জালালপুর, পাবনা সদর উপজেলা

, ,
৬৬০০
স্থানাঙ্ক২৪°০১′২৩″ উত্তর ৮৯°১৭′৩৮″ পূর্ব / ২৪.০২৩০° উত্তর ৮৯.২৯৩৯° পূর্ব / 24.0230; 89.2939
তথ্য
প্রাক্তন নামপাবনা রেসিডেন্সিয়াল মডেল কলেজ
নীতিবাক্যসাধনায় সাফল্য
প্রতিষ্ঠাকাল৭ আগস্ট ১৯৮১; ৪২ বছর আগে (1981-08-07)
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী
ইআইআইএন১২৫৬৭০
অধ্যক্ষমিসেস সিতারা আমিন (ভারপ্রাপ্ত)
অ্যাডজুট্যান্টমেজর আরমান ইবনে রশিদ
ভাষাইংরেজী
আয়তন৩৮ একর (১,৫০,০০০ মি)
রং     আকাশী নীল
প্রথম অধ্যক্ষসৈয়দ সলিমুল্লাহ
ওয়েবসাইটpcc.army.mil.bd

অবস্থান সম্পাদনা

পাবনা ক্যাডেট কলেজ পাবনা জেলার জালালপুরে, ঢাকা-পাবনা মহাসড়কের পাশেই অবস্থিত। পাবনা শহর থেকে এটি ৬ কিমি দূরে অবস্থিত যা বাগচিপাড়া বাজারের কাছে।

উল্লেখযোগ্য প্রাক্তন ছাত্র সম্পাদনা

  • সৌভিক ধর গর্ব

আরো দেখুন সম্পাদনা

মেরিন একাডেমী, পাবনা

বহি:সংযোগ সম্পাদনা

https://pcc.gov.mil.bd/[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

পাবনা ক্যাডেট কলেজের অফিসিয়াল ওয়েবসাইট

https://pcc.army.mil.bd/ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২২ মার্চ ২০১৯ তারিখে