পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ (ইংরেজি: Statistics and Informatics Division) বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন একটি বিভাগ যা সরকারের পরিসংখ্যান বিশ্লেষণ এবং তথ্য সরবরাহ করার জন্য দায়ী।[১][২]

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ
গঠিত১৯৭৫
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
সচিব
শাহনাজ আরেফিন
ওয়েবসাইটStatistics and Informatics Division

ইতিহাস সম্পাদনা

পরিসংখ্যান বিভাগটি ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ১৯৭৪ সালে গঠিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তদারকি করার দায়িত্ব দেওয়া হয়েছিল। ১৯৯৯ সালের ২৫ অক্টোবর, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভাগের সদর দফতর "প্রশিক্ষণ ভবন" উদ্বোধন করেছিলেন। ২০০২ সালে বিভাগটি বিলুপ্ত করা হয়েছিল এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের একটি শাখায় পরিণত হয়। ২০১০ সালে, বিভাগটি পুনরায় তৈরি করা হয়েছিল এবং ২০১২ সালে এটির নাম পরিবর্তন করে পরিসংখ্যান এবং তথ্য বিভাগে রাখা হয়।[৩]

সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সম্পাদনা

  1. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Mission"sid.gov.bd। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৯ 
  2. "WB lends $500m to help 4m poorest households"The Daily Star (ইংরেজি ভাষায়)। ৫ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৯ 
  3. "Welcome to Statistics and Informatics Division (SID)"sid.gov.bd/। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৯