পরিচারক হলেন পরিচারণের একজন সদস্য, যেটি খ্রীষ্টীয় মণ্ডলীসমূহে একটি সেবামূলক প্রতিষ্ঠান। তবে ধর্মতাত্ত্বিক ও আখ্যায়িত ঐতিহ্য অনুসারে এর বিভিন্নতা পরিলক্ষিত হয়। প্রধান খ্রীষ্টান মণ্ডলীসমূহ, যেমন: ক্যাথলিক, প্রাচ্য অর্থডক্স, পূর্ব অর্থডক্স ও ইঙ্গবাদী মণ্ডলী পরিচারণকে বিশপাধীন রাজ্যের অন্তর্ভুক্ত বিবেচনা করে।[১][২][৩][৪]

সাধু স্তেফান, খ্রীষ্টীয় মণ্ডলীর প্রথম সাতজন পরিচারকের একজন, গিয়াকোমো কাভেদোনের ১৬০১ সালের একটি চিত্রকর্মে সুসমাচার পুস্তক হাতে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "deacon"The American Heritage Dictionary of the English Language (4th সংস্করণ)। Bartleby। ২০০০। ২০০৯-০১-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-১৭ 
  2. Liddell, Henry George; Scott, Robert (১৮৮৯)। An Intermediate Greek-English Lexicon। Oxford: Clarendon Press। আইএসবিএন 0-19-910206-6। সংগ্রহের তারিখ ২০০৭-১০-১৮ 
  3. Thurston, Herbert (১৯৯৩)। "Deacons"ক্যাথলিক বিশ্বকোষ। নিউ ইয়র্ক: রবার্ট অ্যাপলটন কোম্পানি। 
  4. Hopko, Thomas। "Holy Orders"। ২০০৭-১০-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-১০-১৮