পথশিশু

দরিদ্র, গৃহহীন শিশু যারা রাস্তায় বসবাস করে

পথশিশু হল সেইসব শিশু যারা দারিদ্র্য, গৃহহীনতা বা উভয়ের কারণে শহর, নগর বা গ্রামের রাস্তায় বসবাস করছে তারা।

চারজন বাংলাদেশী পথশিশু, সোহরাওয়ার্দী উদ্যান, স্বাধীনতা স্তম্ভ (১৯ ফেব্রুয়ারি ২০২০)

দেশ অনুযায়ী পথশিশু সম্পাদনা

এশিয়া সম্পাদনা

বাংলাদেশ সম্পাদনা

বাংলাদেশে পথশিশুদের উপর কোনো সাম্প্রতিক পরিসংখ্যান উপলব্ধ নয়। বাংলাদেশ ইন্সটিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ কর্তৃক পরিচালিত "এস্টিমেশন অফ দ্য সাইজ অফ স্ট্রিট চিলড্রেন এন্ড দেয়ার প্রজেকশন ফর মেজর আরবান এরিয়াস অফ বাংলাদেশ, ২০০৫" নামক এক অনুসন্ধানকে ভিত্তি করে ইউনিসেফ পথশিশুদের সংখ্যা ৬৭০,০০০ নির্ধারণ করে। একই অনুসন্ধানে বলা হয়েছে যে এসব শিশুর ৩৬% রাজধানী ঢাকায় অবস্থিত। যদিও বাংলাদেশ গত কয়েক দশকে হিউম্যান ক্যাপিটাল ইনডেক্সে উন্নতি করেছে, (২০১৪ সালের ইউএনডিপির এইচডিআর অনুযায়ী এইচডিআই ০.৫৫৮ এবং বাংলাদেশ ১৮৭টি দেশ ও অঞ্চলের মধ্যে ১৪২তম), তবু এই শিশুরা এখনো সামাজিক শ্রেণিবিভাগের একদম সর্বনিম্ন স্তরে অবস্থান করছে। এই একই অনুসন্ধান অভিক্ষেপণ করে যে ২০১৪ সালে পথশিশুদের সংখ্যা বেড়ে দাঁড়াবে ১১ লাখ ৪০ হাজার।[১][২]


তথ্যসূত্র সম্পাদনা

  1. Investing in Vulnerable Children। "UNICEF" (পিডিএফ)। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২২ 
  2. End Poverty in South Asia। "World Bank Blogs" 

বহিঃসংযোগ সম্পাদনা