ন্যান্সি কেলি

মার্কিন অভিনেত্রী

ন্যান্সি কেলি (ইংরেজি: Nancy Kelly; ২৫ মার্চ ১৯২১ - ২ জানুয়ারি ১৯৯৫) ছিলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি সিবিএস বেতারের দ্য মার্চ অব টাইম অনুষ্ঠানের অভিনয়শিল্পীদের একজন ছিলেন এবং ১৯৩০-এর দশকে চলচ্চিত্রে প্রধান অভিনেত্রী হয়ে ওঠেন। তিনি ১৯২৬ থেকে ১৯৭৭ সালের মধ্যে ৩৬টি চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি ১৯৫৫ সালে দ্য ব্যাড সিড মঞ্চনাটকে অভিনয় করে টনি পুরস্কার লাভ করেন[১] এবং এর চলচ্চিত্রায়নে (১৯৫৬) অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

ন্যান্সি কেলি
Nancy Kelly
১৯৫৫ সালে প্রচারণামূলক ছবিতে কেলি
জন্ম(১৯২১-০৩-২৫)২৫ মার্চ ১৯২১
মৃত্যু২ জানুয়ারি ১৯৯৫(1995-01-02) (বয়স ৭৩)
বেল এয়ার, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯২৬-১৯৭৭
দাম্পত্য সঙ্গীএডমন্ড ওব্রায়েন
(বি. ১৯৪১; বিচ্ছেদ. ১৯৪২)

ফ্রেড জ্যাকম্যান জুনিয়র
(বি. ১৯৪৬; বিচ্ছেদ. ১৯৫০)

ওয়ারেন কারো
(বি. ১৯৫০; বিচ্ছেদ. ১৯৬৮)
সন্তান

প্রারম্ভিক জীবন সম্পাদনা

কেলি ১৯২১ সালের ২৫শে মার্চ ম্যাসাচুসেট্‌সের লোওয়েল শহরে জন্মগ্রহণ করেন। তিনি আইরিশ বংশোদ্ভূত।[২] তার মাতা ন্যান কেলি ছিলেন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী। ন্যান্সি তার মায়ের তত্ত্বাবধানেই অভিনয় শিখেন। শিশু অভিনেত্রী হিসেবে কেলি ১৭ বছরের মধ্যেই ৫২টি চলচ্চিত্রে অভিনয় করেন।[৩] তার ছোট ভাই অভিনেতা জ্যাক কেলি ১৯৫৭ থেকে ১৯৬২ সাল পর্যন্ত মেভরিক টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত।

শিশু মডেল হিসেবে তার ভাবমূর্তিকে কাজে লাগিয়ে তিনি নয় বছর বয়সেই অসংখ্য বিজ্ঞাপনচিত্রে কাজ করেন, ফিল্ম ডেইলি তার সম্পর্কে লিখে, "ন্যান্সিকে আমেরিকার সবচেয়ে বেশিবার চিত্রিত শিশু বলে আখ্যায়িত করা হয়, বিজ্ঞাপন চিত্রে নিজেকে উপস্থাপনের জন্য।"[৪]

কেলি কৈশোরে বেতার অসংখ্য কাজ করেছেন। তিনি দ্য ওয়ান্ডারফুল উইজার্ড অব অজ অবলম্বনে তৈরিকৃত ১৯৩৩-৩৪ সালের বেতার অনুষ্ঠান দ্য উইজার্ড অব অজ-এ ডরোথি গেল চরিত্রের জন্য কণ্ঠ দেন।[৫] কেলি প্রথম ব্যক্তি যিনি সিবিএস বেতারের দ্য মার্চ অব টাইম ধারাবাহিকে তার কণ্ঠের বৈচিত্রতার জন্য পুরুষ ও নারী দুই ভূমিকার জন্যই কণ্ঠ দিয়েছেন।[৩] তিনি এলিনর রুজভেল্ট চরিত্রেও কাজ করেছেন।[৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Tony Award-Winning Actress Nancy Kelly Dead at 73"এপি নিউজ। ১৫ জানুয়ারি ১৯৯৫। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৯ 
  2. "Nancy Kelly Grows Up"লাইফ (ইংরেজি ভাষায়)। Time Inc। ১৮ জুলাই ১৯৩৮। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৯ 
  3. অলিভার, মায়ার্না (১৬ জানুয়ারি ১৯৯৫)। "Nancy Kelly, 73; Actress Lauded for 'Bad Seed'"লস অ্যাঞ্জেলেস টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৯ 
  4. এডি, আর্থার ডব্লিউ. (১৯২৮)। "Short Shots from New York Studios"দ্য ফিল্ম ডেইলি। নিউ ইয়র্ক, উইড্‌স ফিল্মস অ্যান্ড ফিল্ম ফোকস, ইনকর্পোরেটেড। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৯ 
  5. টেরেস, ভিনসেন্ট (২০১৫)। Radio Program Openings and Closings, 1931-1972 (ইংরেজি ভাষায়)। ম্যাকফারল্যান্ড। আইএসবিএন 9781476612232। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৯ 
  6. ডানিং ১৯৯৮, পৃ. ৪৩৪-৪৩৫।

গ্রন্থপঞ্জি সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা