নীল কৃষ্ণচূড়া

উদ্ভিদের প্রজাতি

নীল কৃষ্ণচূড়া, আকাশি কৃষ্ণচূড়া বা নীল জ্যাকারান্ডা (বৈজ্ঞানিক নাম: Jacaranda mimosifolia) বিগ্নোনিয়াসি পরিবারের একটি উদ্ভিদ। এটি ক্রান্তীয় আমেরিকার প্রজাতি। এরা মাঝারি আকারের পত্রমোচি গাছ। এদের উচ্চতা হয় ৮-১০ মিটার।[২] নীল ফুলের গাছটির আকৃতি, কাণ্ড ও পাতা কৃষ্ণচূড়া গাছের মতো হওয়ায় অনেকে ফুলটিকে নীল বা আকাশি কৃষ্ণচূড়া বলে ডাকেন।[৩]

নীল কৃষ্ণচূড়া
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Plantae
শ্রেণীবিহীন: Angiosperms
শ্রেণীবিহীন: Eudicots
শ্রেণীবিহীন: Asterids
বর্গ: Lamiales
পরিবার: Bignoniaceae
গণ: Jacaranda
প্রজাতি: J. mimosifolia
দ্বিপদী নাম
Jacaranda mimosifolia
D.Don[১]

গাছটির আদি নিবাস দক্ষিণ আমেরিকা হলেও বর্তমানে এটি আমেরিকা, অস্ট্রেলিয়া, স্পেন, পর্তুগালইতালিতে বেশ সহজলভ্য। গাছটি অপেক্ষাকৃত কম শীতের দেশগুলোতে ভালো জন্মায়।

গ্যালারি সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Jacaranda mimosifolia information from NPGS/GRIN"। www.ars-grin.gov। ২০০৯-০৫-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৩-০৯ 
  2. দ্বিজেন শর্মা, ফুলগুলি যেন কথা, বাংলা একাডেমী, ঢাকা, ডিসেম্বর ২০০৩, পৃষ্ঠা-২৫।
  3. প্রতিবেদক, নিজস্ব। "নীল কৃষ্ণচূড়া"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৫ মে ২০২১