মারভিন নিল সিমন (৪ জুলাই ১৯২৭ - ২৬ আগস্ট ২০১৮) ছিলেন একজন মার্কিন নাট্যকার, চিত্রনাট্যকার ও লেখক। তিনি ত্রিশের অধিক নাটক ও প্রায় সম সংখ্যক চলচ্চিত্রের চিত্রনাট্য রচনা করেছেন, যার অধিকাংশই তার নাটকের চলচ্চিত্ররূপ। তিনি একাধিক যৌথ একাডেমি পুরস্কারটনি পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন।[২]

নিল সিমন
১৯৮২ সালে নিল সিমন
১৯৮২ সালে নিল সিমন
জন্মমারভিন নিল সিমন
(১৯২৭-০৭-০৪)৪ জুলাই ১৯২৭
দ্য ব্রংক্স, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যু২৬ আগস্ট ২০১৮(2018-08-26) (বয়স ৯১)
নিউ ইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র
পেশানাট্যকার, চিত্রনাট্যকার, লেখক
শিক্ষা প্রতিষ্ঠাননিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়[১]
ডেনভার বিশ্ববিদ্যালয়[১]
সময়কাল১৯৪৮-২০১০
ধরনহাস্যরসাত্মক, নাটক, প্রহসন, আত্মজীবনী
উল্লেখযোগ্য পুরস্কারপুলিৎজার পুরস্কার (১৯৯১)
দাম্পত্যসঙ্গীজোন বেইম
(বি. ১৯৫৩; মৃ. ১৯৭৩)

মার্শা মেসন
(বি. ১৯৭৩; বিচ্ছেদ. ১৯৮৩)

ডায়ান লেন্ডার
(বি. ১৯৮৭; বিচ্ছেদ. ১৯৮৮)

(বি. ১৯৯০; বিচ্ছেদ. ১৯৯৮)
এলেইন জয়েস
(বি. ১৯৯৯; মৃ. ২০১৮)
সন্তান
আত্মীয়ড্যানি সিমন (ভাই)
মাইকেল এইচ. সিমন (ভাইপো)

সিমন মহামন্দার সময়ে নিউ ইয়র্ক সিটিতে বেড়ে ওঠেন। তার পিতামাতার আর্থিক অবস্থার কারণে তার শৈশব নিরানন্দ ছিল। তিনি প্রায়ই বিভিন্ন প্রেক্ষাগৃহে অবস্থান করতেন এবং সেখানে চার্লি চ্যাপলিনের হাস্যরসাত্মক চলচ্চিত্রসমূহ উপভোগ করতেন। বিদ্যালয়ে পাঠগ্রহণ শেষ করে তিনি কয়েক বছর আর্মি এয়ার ফোর্স রিজার্ভে কাজ করেন। এরপর তিনি বেতার অনুষ্ঠান ও জনপ্রিয় কিছু টেলিভিশন অনুষ্ঠানের জন্য হাস্যরসাত্মক পাণ্ডুলিপি লেখা শুরু করেন। টেলিভিশনে তার কাজের মধ্যে সিড সিজার্স ইওর শো অব শোসদ্য ফিল সিলভার্স শো ১৯৫৫ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত চলে।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

নিল সিমন ১৯২৭ সালের ৪ঠা জুলাই নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের দ্য ব্রংক্সে এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আরভিং সিমন ছিলেন বস্ত্র বিক্রেতা এবং মাতা মেমি (লেভি) সিমন ছিলেন গৃহিণী।[৩] নিলের বড় ভাই ড্যানি সিমন একজন টেলিভিশন লেখক ও হাস্যরসাত্মক নাট্যশিক্ষক। তিনি নিলের চেয়ে আট বছরের বড়। নিলের শৈশব কাটে ওয়াশিংটন হাইটস, ম্যানহাটনে। তিনি ১৬ বছর বয়সে ডিউইট ক্লিনটন হাই স্কুল থেকে পড়াশোনা সমাপ্ত করেন। তার ডাকনাম ছিল "ডক", এবং বিদ্যালয়ের নথিতে তাকে খুবই লাজুক হিসেবে উল্লেখ করা হয়েছে। .[৪]:৩৯

পুরস্কার ও সম্মাননা সম্পাদনা

একাডেমি পুরস্কার সম্পাদনা

বছর বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র.
১৯৬৮ শ্রেষ্ঠ উপযোগকৃত চিত্রনাট্য দি অড কাপল মনোনীত [৫]
১৯৭৫ শ্রেষ্ঠ উপযোগকৃত চিত্রনাট্য দ্য সানশাইন বয়েজ মনোনীত [৫]
১৯৭৭ শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য দ্য গুডবাই গার্ল মনোনীত [৫]
১৯৭৮ শ্রেষ্ঠ উপযোগকৃত চিত্রনাট্য ক্যালিফোর্নিয়া সুয়িট মনোনীত [৫]

এমি পুরস্কার সম্পাদনা

বছর বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র.
১৯৫৭ সেরা বিচিত্রানুষ্ঠান লেখনী সিজার্স আওয়ার মনোনীত [৬]
১৯৫৮ সেরা বিচিত্রানুষ্ঠান লেখনী সিজার্স আওয়ার মনোনীত [৬]
১৯৯২ সেরা সীমিত ধারাবাহিক বা বিশেষ অনুষ্ঠান লেখনী ব্রডওয়ে বাউন্ড মনোনীত [৬]
২০০১ সেরা টেলিভিশন চলচ্চিত্র লাফটার অন দ্য টুয়েন্টি থার্ড ফ্লোর মনোনীত [৬]

সম্মাননা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Chronicle নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  2. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; pbs নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  3. "Neil Simon Unbound"ট্যাবলেট (ইংরেজি ভাষায়)। ৪ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২০ 
  4. কোনাস, গ্যারি, সম্পাদক (১৯৯৭)। Neil Simon: A Casebook (ইংরেজি ভাষায়)। গারল্যান্ড পাবলিশিং। 
  5. "Neil Simon - Awards"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২০ 
  6. "Neil Simon"টেলিভিশন একাডেমি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২০ 
  7. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; 1997casebook নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  8. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; USAToday নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  9. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; VOA নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি

বহিঃসংযোগ সম্পাদনা