নিক হলোনিয়াক

মার্কিন পদার্থবিজ্ঞানী

নিক হলোনিয়াক জেনারেল ইলেকট্রিক এ কনসাল্টিং বিজ্ঞানী হিসেবে কাজ করার সময়ে ১৯৬২ সালে প্রথম দৃশ্যমান-বর্ণালী (লাল) লাইট এমিটিং ডায়োড উদ্ভাবন করেন। তিনি ইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট আর্বানা-শ্যাম্পেইন এর জন বারডিন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর এবং পদার্থবিজ্ঞানের এনডোওড চেয়ার এবং ইলেক্ট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক।

নিক হলোনিয়াক
the inventor of the LED (light-emitting diode)
জন্ম (1928-11-03) ৩ নভেম্বর ১৯২৮ (বয়স ৯৫)
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট আর্বানা-শ্যাম্পেইন; বিএস ১৯৫০, এমএস ১৯৫১, পিএইচডি ১৯৫৪
পুরস্কারন্যাশনাল অ্যাকাডেমি অব ইঞ্জিনিয়ারিং (১৯৭৩),
ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস,
ন্যাশনাল মেডেল অব সায়েন্স (১৯৯০),
ন্যাশনাল মেডেল অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন (২০০২),
আইইই মেডেল অব অনার (২০০৩),
লেমেলসন-এমআইটি প্রাইজ (২০০৪),
ন্যাশনাল ইনভেন্টরস হল অব ফেম (২০০৮)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রতড়িৎ প্রকৌশল
ডক্টরাল উপদেষ্টাজন বারডিন

জীবনী সম্পাদনা

হলোনিয়াক ১৯২৮ সালের ৩ নভেম্বর ইলিনয়ে জন্মগ্রহণ করেন। তিনি ইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট আর্বানা-শ্যাম্পেইন থেকে তড়িৎ প্রকৌশলে ১৯৫০ সালে বিএস, ১৯৫১ সালে এমএস এবং ১৯৫৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। [১] তিনি ৪১টি প্যাটেন্টের অধিকারী। [২][৩]

পুরস্কার ও সম্মাননা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা