নিকলাই স্তেপানভিচ চের্নিখ (রুশ: Никола́й Степа́нович Черны́х; ৬ অক্টোবর ১৯৩১ – ২৬ মে ২০০৪)[১] ছিলেন একজন রুশ বংশোদ্ভূত সোভিয়েত জ্যোতির্বিজ্ঞানী এবং গ্রহাণুধূমকেতুর আবিষ্কারক। তিনি ক্রিমিয়ার নাউচনিতে অবস্থিত ক্রিমিয়ান অ্যাস্ট্রোফিজিক্যাল অবজারভেটরিতে কাজ করতেন।[২]

নিকলাই চের্নিখ
Никола́й Степа́нович Черны́х
জন্ম
নিকলাই স্তেপানভিচ চের্নিখ

(১৯৩১-১০-০৬)৬ অক্টোবর ১৯৩১
উসমান, রাশিয়া
মৃত্যু২৬ মে ২০০৪(2004-05-26) (বয়স ৭২)
পেশাজ্যোতির্বিজ্ঞানী
কর্মজীবন১৯৬৩-১৯৮০
দাম্পত্য সঙ্গীলুদমিলা চের্নিখ

জীবনী সম্পাদনা

চের্নিখ ১৯৩১ সালের ৬ই অক্টোবর ভরনেঝ অবলাস্তের (বর্তমান লিপেৎস্ক অবলাস্ত) উসমান শহরে জন্মগ্রহণ করেন।[৩] তিনি জ্যোতির্বিজ্ঞান ও সৌরজগতের ক্ষুদ্র গ্রহের গতি বিষয়ক বিশেষজ্ঞ। তিনি ১৯৬৩ সাল থেকে ক্রিমিয়ার নাউচনিতে অবস্থিত ক্রিমিয়ান অ্যাস্ট্রোফিজিক্যাল অবজারভেটরিতে কাজ করতেন।

চের্নিখ ৭৪পি/স্মির্নভা-চের্নিখ ও ১০১পি/চের্নিখ নামক দুটি পাক্ষিক ধূমকেতু আবিষ্কার করেন। এছাড়া তিনি অসংখ্য গ্রহাণু আবিষ্কার করেন, তন্মধ্যে উল্লেখযোগ্য হল ২৮৬৭ স্তেইন্স ও ট্রোজার গ্রহাণু ২২০৭ অ্যান্টেনর। চের্নিখ তার স্ত্রী ও সহকর্মী লুদমিলা চের্নিখের সাথে কাজ করতেন। ১৯৭৯ সালে চেক জ্যোতির্বিজ্ঞানী আন্তোনিন ম্রকোস তাদের দুজনের সম্মানার্থে তাদের নামানুসারে তার আবিষ্কৃত গ্রহাণুর নামকরণ করেন ২৩২৫ চের্নিখ।[২][৪]

আবিষ্কৃত গ্রহাণুর তালিকা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Nikolai Stepanovich Chernykh (October 6, 1931–May 25, 2004)"Solar System Research (ইংরেজি ভাষায়)। ৩৯: ২৫৪–২৫৪। ১ মে ২০০৫। আইএসএসএন 1608-3423ডিওআই:10.1007/s11208-005-0040-3। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৯ 
  2. শ্মাডেল, লুৎজ ডি. (২০০৭)। Dictionary of Minor Planet Names – (2325) Chernykh। স্প্রিন্জার বার্লিন হাইডেলবার্গ। পৃষ্ঠা ১৮৯। আইএসবিএন 978-3-540-00238-3। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৯ 
  3. "(16515) Usman'grad (1990 VN14)"মাইনর প্ল্যানেট সেন্টার। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৯ 
  4. হ্যামিলটন, টমাস ডব্লিউ এম (২০১৪)। Dwarf Planets and Asteroids: Minor Bodies of the Solar System (ইংরেজি ভাষায়)। স্ট্র্যাটেজিক বুক পাবলিশিং রাইটস। আইএসবিএন 9781628577280। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা