নিউ ইয়র্ক স্টেট রুট ৩৫৯

নিউইয়র্কের সড়ক

নিউ ইয়র্ক স্টেট রুট ৩৬৯ (এনওয়াই ৩৬৯) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের অনন্ডাগা কাউন্টির অন্তর্গত একটি রাজ্য মহাসড়ক। রাস্তাটি মাত্র ১.৭১ মাইল (২.৭৫ কি.মি.) লম্বা, যেটি কিনা নিউ ইয়র্কের অন্যতম ছোট রাস্তা। রাস্তাটি অনন্ডাগা-চেযুগা কাউন্টি লাইন থেকে ০.৫ মাইল দক্ষিণে অবস্থিত এনওয়াই ৩৮এ থেকে যাত্রা শুরু করে হ্যামলেট অব ম্যান্ডানার এনওয়াই ৪১ এ পর্যন্ত বিস্তৃত। রাস্তাটি স্ক্যানিটলেস এবং ওসাকো লেকের মধ্যবর্তি অঞ্চলে অবস্থিত। প্রান্ত বিন্দু ব্যতীত রাস্তাটিতে মাত্র ২টি জাংশন রয়েছে। ১৯৪০ এর দশকে রাস্তাটিকে এনওয়াই ৩৫৯ নাম দেবার পূর্বে, ১৯২৪ থেকে ১৯৩০ সাল অবধি এটি এনওয়াই ২৬ এর অংশ ছিল।

NY 359 marker

NY 359

ম্যাপে এনওয়াই ৩৬৯ লাল কালিতে চিত্রিত।
পথের তথ্য
দৈর্ঘ্য১.৭১ মা[১] (২.৭৫ কিমি)
অস্তিত্বকাল১৯৪০ এর দশকের শুরু[২][৩]–বর্তমান
প্রধান সংযোগস্থল
দক্ষিণ প্রান্ত: NY ৩৮A, স্ক্যানিটলেস
উত্তর প্রান্ত: NY ৪১A, স্ক্যানিটলেস
অবস্থান
কাউন্টিসমূহঅনন্ডাগা
মহাসড়ক ব্যবস্থা
NY ৩৫৮ NY ৩৬০

রাস্তার বিবরণ সম্পাদনা

 
এনওয়াই৩৮এ তে , এনওয়াই ৩৫৯ এর দক্ষিণপ্রান্তবিন্দু।

এনওয়াই ৩৫৯, হাইফার স্ট্রিট এবং এনওয়াই ৩৮ এ এর সংযোগ সড়ক থেকে শুরু হয়, যেটি স্ক্যানিটলেস শহরে অবস্থিত। তারপর এনওয়াই ৩৮এ থেকে ০.৬ মাইল উত্তরে রাস্তাটি উইকস রোড অতিক্রম করে। এখানে রাস্তাটি উইকস রোডের সাথে পূর্বদিকে মোড় নিয়ে চলতে শুরু করে। তারপর ল্যাসি রোড অতক্রম করে, এনওয়াই ৩৫৯ আবারো পূর্বদিকে মোড় নেয়। । অবশেষে রাস্তাটি এনওয়াই ৪১এ তে সমাপ্ত হবার পূর্বে হ্যামলেট অব ম্যান্ডানাতে প্রবেশ করে । এনওয়াই ৪১এ এর পূর্বদিকে রাস্তাটি আরো প্রায় ৪০০ ফুট অতিক্রম করে স্ক্যানিটলেস লেকের পশ্চিম তীরে (১.৭১ মাইল দুরত্ব এনওয়াই ৩৮এ থেকে) সমাপ্ত হয়।[৪]

 
এনওয়াই ৪১ এ তে, এনওয়াই ৩৫৯ এর উত্তর প্রান্ত বিন্দু।

রাস্তাটিকে উত্তর-দক্ষিণ মুখী রাস্তা হিসেবে নথিবদ্ধ করা হয়েছে, যেটি দক্ষিণ প্রান্ত বিন্দু থেকে পূর্ব-পশ্চিম মুখী হিসেবে চলমান। প্রান্ত বিন্দু ব্যতীত রাস্তাটিতে মাত্র ২টি জাংশন রয়েছে।[৪] ১৯৪০ এর দশকে রাস্তাটিকে এনওয়াই ৩৫৯ নাম দেবার পূর্বে, ১৯২৪ থেকে ১৯৩০ সাল অবধি এটি এনওয়াই ২৬ এর অংশ ছিল। এনওয়াই ৩৫৯ নিউইয়র্কের একমাত্র রাস্তা যেটি কিনা অ্যাল্ফাবেটিক সাফিক্স এর মতো নয় দুই প্রান্ত বিন্দুতে।[৫]

ইতিহাস সম্পাদনা

১৯২৪ সালের দিকেই, বর্তমান রাস্তার স্থানে একটি রাজ্য মহাসড়ক বিদ্যমান ছিল। যেটি কিনা এনওয়াই ২৬ নামে পরিচিত ছিল, রাস্তাটি অনন্ডাগা-চেযুগা কাউন্টি লাইন থেকে ০.৫ মাইল দক্ষিণে অবস্থিত এনওয়াই ৩৮এ থেকে যাত্রা শুরু করে হ্যামলেট অব ম্যান্ডানার এনওয়াই ৪১ এ পর্যন্ত বিস্তৃত।[৬][৭] ১৯৩০ সালের নিউ্ইয়র্ক স্টেট রুট পুনঃনামকরণের সময় এনওয়াই ২৬ কে রাজ্যের অন্য কোথাও স্থানান্তর করা হয়। এবং সাবেক রাস্তাটির বিভিন্ন অংশকে ছোট ছোট অংশে বিভক্ত করে বিভিন্ন রাস্তার সাথে যেমন, এনওয়াই ৩৮ এ এবং এনওয়াই ৩৫৯ অংশটি জুড়ে দেয়া হয় এনওয়াই ৪১ এ এর সাথে। অতঃপর বর্তমান এনওয়াই ৩৫৯ কে নামকরণ করা হয় , যদিও সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়নি।[৮] অবশেষে ১৯৪০ এর দশকের শুরুতে এনওয়াই ৩৫৯ কে নামকরণ করা হয় সংখ্যাসহ।[২][৩]

মূখ্য অংশবিশেষ সম্পাদনা

সম্পূর্ণ রুটটি হল স্ক্যানিটলেস, অনন্ডাগা কাউন্টি-এ।

মাঃ[১]কিঃমিঃগন্তব্যটীকা
০.০০০.০০  NY ৩৮A
১.৭১২.৭৫  NY ৪১Aহ্যামলেট অব ম্যান্ডানা
১.০০০ মাঃ = ১.৬০৯ কিঃমিঃ; ১.০০০ কিঃমিঃ = ০.৬২১ মাঃ

তথ্যসূত্র সম্পাদনা

  1. "2008 Traffic Data Report for New York State" (PDF)New York State Department of Transportation। জুন ১৬, ২০০৯। পৃষ্ঠা 299। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৯, ২০০৯ 
  2. New York (মানচিত্র)। General Drafting দ্বারা মানচিত্রাঙ্কন। Esso। ১৯৪০। 
  3. New York with Pictorial Guide (মানচিত্র)। General Drafting দ্বারা মানচিত্রাঙ্কন। Esso। ১৯৪২। 
  4. গুগল (জানুয়ারি ২৪, ২০০৮)। "overview map of NY 359" (মানচিত্র)। গুগল ম্যাপস। গুগল। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৪, ২০০৮ 
  5. New York State Department of Transportation (জানুয়ারি ২০১২)। Official Description of Highway Touring Routes, Bicycling Touring Routes, Scenic Byways, & Commemorative/Memorial Designations in New York State (PDF)। সংগ্রহের তারিখ জানুয়ারি ৩১, ২০১২ 
  6. "New York's Main Highways Designated by Numbers"। The New York Times। ডিসেম্বর ২১, ১৯২৪। পৃষ্ঠা XX9। 
  7. Rand McNally Auto Road Atlas (western New York) (মানচিত্র)। Rand McNally and Company। ১৯২৬। অক্টোবর ১০, ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৩১, ২০০৯ 
  8. Automobile Legal Association (ALA) Automobile Green Book, 1930–31 and 1931–32 editions, (Scarborough Motor Guide Co., Boston, 1930 and 1931). The 1930–31 edition shows New York state routes prior to the 1930 renumbering

বহিঃসংযোগ সম্পাদনা

KML is from Wikidata