নাস্তিক চলচ্চিত্র উৎসব

চলচ্চিত্র উৎসব

নাস্তিক চলচ্চিত্র উৎসব হল প্রতিবছর আয়োজিত মার্কিন যুক্তরাষ্ট্র তথা বিশ্বের প্রথম চলচ্চিত্র উৎসব যেখানে ফিচার ফিল্ম, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং বিশেষ সম্প্রদায়ের জন্য নির্মিত অ্যানিমেটেড ফিল্ম প্রদর্শিত হয়। ২০০৯ সালে শুরু হওয়া এই চলচ্চিত্র উৎসব স্থাপনা ডেভ ফিজরাল্ড, হাঙ্ক পেল্লিসিয়র ও বেরোনিকা চাটার দ্বারা হয়।[১]

পঞ্চম বার্ষিক নাস্তিক চলচ্চিত্র সমাবেশ সম্পাদনা

সান ফ্রান্সিসকোর রক্সি থিয়েটারে সেপ্টেম্বর ২০১৩-তে আয়োজিত পঞ্চম বার্ষিক নাস্তিক চলচ্চিত্র সমাবেশে কিছু চলচ্চিত্র ও ঘটনা-সম্বন্ধিত বিষয়ের উপর শর্টফিল্ম ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়। এতে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রিভিশনারিজ ও ছিল যাতে বর্তমান সময়ের খ্রিস্টীয় ধর্মপ্রচারকদের ইতিহাস এবং তাদের প্রতি বাধাদানের প্রচেষ্টাকে দেখানো হয়েছে। বিক্রম গান্ধী প্রিচালিত কুমার: দ্য ট্রু স্টোরি অব এ ফলস প্রফেট (কুমার: এক নকল ধর্মগুরুর সত্যি কাহিনী) প্রামাণ্যচিত্রটি এক ভিন্ন সময়ের ভারতীয় আমেরিকানদের কাহিনী যাদেরকে হিন্দুধর্মের রীতিনীতিতে বড় করা হলেও ফিল্মটিতে দেখানো কারণগুলোর জন্য তারা ধর্মের প্রতি আস্থা হারিয়ে ফেলে। এইসব কথা ভারতীয় আধ্যাত্মিক চিন্তাধারাযুক্ত পশ্চিমা মনীষীদের অনুভূতির বিপরীতে যায়।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "About the Festival"। Atheist Film Festival। ১৭ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৩ 
  2. "Made by Humans, the Atheist Film Festival Celebrates Its Fifth Year"। KQED Arts। ২৭ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৩